না বলে দিয়েছেন দি মারিয়া, ভেবে দেখবেন মেসি
প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা জায়গা করে নিলে সেখানে খেলবেন লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এমন গুঞ্জন ছিল শুরু থেকেই। তবে সে গুঞ্জন থামিয়ে দিয়েছেন দি মারিয়া। হ্যাভিয়ার মাশচেরানোকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। তবে এ নিয়ে ভেবে দেখবেন বলে জানিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা মেসি।
অলিম্পিকে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে। তবে বয়স সীমার বাইরেও তিনজন খেলোয়াড় দলভুক্ত করা যায়। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন মাশচেরানো। সাবেক দুই সতীর্থের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে মেসির কাছ থেকে ইতিবাচক উত্তর পেলেও না বলে দেন দি মারিয়া।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মাশচেরানো বলেছেন, 'আমি লিওর সঙ্গে কথা বলেছি এবং পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলার ব্যাপারে একমত হয়েছি। সে ইন্টার মায়ামির হয়ে কেবল মৌসুম শুরু করল। অলিম্পিকের আগে এখনো যথেষ্ট সময় বাকি আছে। এটাও বিশেষভাবে বিবেচনা করা দরকার যে সামনে কোপা আমেরিকাও আছে। এটা খুব সহজ কোনো পরিস্থিতি নয়। আমাদের দেখতে হবে যে অলিম্পিকে খেলার মতো প্রাণশক্তি তার সত্যিই আছে কি না।'
তবে মেসির উপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করতে চান না তার সাবেক সতীর্থ, 'আমাদের বুঝতে হবে, লিও জানে যে বয়স তার শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।...পাশাপাশি ক্লাবের দিক থেকেও দেখতে হবে। ইন্টার মায়ামি এবং এমএলএসের জন্য তাঁর কিছু অনুপস্থিত থাকার বিষয়টি সহজ নয়। সে তার সুবিধামতো সিদ্ধান্ত নেবে।'
অন্যদিকে তরুণ খেলোয়াড়দের জায়গা করে দিতে অলিম্পিকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। তার প্রসঙ্গ উঠতে মাশচেরানো বলেন, 'আনহেল (দি মারিয়া) আমার কলের প্রশংসা করেছেন, তবে প্যারিসে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই। তাকে আমরা বাতিল করে দিয়েছি, ও তরুণ খেলোয়াড়দের জায়গা দিতে চায়।'
এছাড়াও অলিম্পিকে খেলার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাকেও ভাবনায় রেখেছেন মাশচেরানো, 'আমরা কীভাবে দিবু মার্তিনেজকে বিবেচনা না করতে পারি? বিশ্বকাপ জয়ী দল থাকার সুবিধা আমাদের আছে। অনেক খেলোয়াড় আছে যাদের মান অনেক উন্নত। দিবু বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে একজন।'
Comments