দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে 'হাস্যকর' বললেন বেলিংহ্যাম

গোলটা বাতিল না হলে হতে পারতেন ম্যাচের নায়ক। কিন্তু সেই গোলের দাবিতে আপত্তিকর শব্দ ব্যবহার করায় উল্টো হয়েছেন নিষিদ্ধ। দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে জুড বেলিংহ্যামকে। আর এই শাস্তি মানতে পারছেন না তিনি। শাস্তির এই সিদ্ধান্তকে 'হাস্যকর' বলেছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ঘটনাটি ঘটে গত শনিবার লা লিগার ম্যাচে। ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেন বেলিংহ্যাম। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে ফেলেন এই তরুণ ইংলিশ মিডফিল্ডার। এমন প্রতিক্রিয়াকে সহজভাবে নেননি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি গিল মানজানো।

তবে প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহারের পরও আপত্তিকর কিছু বলেননি বলে দাবি করেন বেলিংহ্যাম। লা লিগায় তিনি নতুন বলে এমন শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করেন এই তরুণ, 'আমি আপত্তিকর কিছু বলিনি, আমি আমার সতীর্থরা যা বলেছে তার থেকে আলাদা কিছু বলিনি এবং আমি মনে করি যে আমি নতুন বলে তারা আমাকে দিয়ে উদাহরণ তৈরি করতে চায়।'

এই শাস্তিকে হাস্যকর বললেও দায় নিজেই নিয়েছেন তিনি, 'শেষ পর্যন্ত আমার কাজের জন্য আমাকেই দায়ী হতে হবে এবং আমি গর্বিত নই। তবে আমি মনে করি এর জন্য দুটি ম্যাচ কিছুটা হাস্যকর, তবে যদি এটা দুটি ম্যাচ হয় তবে আমাকে আমার দায়িত্ব নিতে হবে এবং আমি স্ট্যান্ড থেকে উল্লাস করব।'

উল্লেখ্য, ব্রাহিম দিয়াজ ক্রস করার সময়ই শেষ বাঁশি বাজান রেফারি মানজানো। সাধারণত এমন সময় শেষ বাঁশি বাজান না রেফারিরা। ফলে গোলের উল্লাস করার বদলে ওই সিদ্ধান্তের প্রতিবাদে তাকে ঘিরে ধরেন রিয়ালের খেলোয়াড়রা। বল যেহেতু হাওয়ায় ছিল, তাই সেটা গোল বলে দাবি করেন বেলিংহ্যাম। এ সময় অশালীন শব্দ প্রয়োগ করে বসেন তিনি। লাল কার্ড পেতে হয় তাকে।

Comments

The Daily Star  | English

Govt seeks Interpol red notice against owners of 3 garment factories

Labour ministry initiates move to issue red notice against three garment factory owners

1h ago