মেসির চোট নিয়ে যা বললেন মায়ামি কোচ
চোটের কারণে মেজর লিগ সকারের (এমএলএস) শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। ফিরলেন কনকাকাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে। কিন্তু ন্যাশভিলের বিপক্ষে এদিন ফের চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামনে আবার অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তার। তাই এমএলএসের পরবর্তী ম্যাচে তাকে ফের বিশ্রাম দিতে পারেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো।
তবে চোটে পড়ার আগেই ম্যাচের ভাগ্য গড়ে দেন মেসি। লুইস সুয়ারেজকে দিয়ে একটি গোল করানোর পর নিজেও করেন একটি গোল। মাঠ ছাড়ার সময় দুই গোলের ব্যবধানে এগিয়েছিল তারা। শেষপর্যন্ত কনকাকাফ চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ন্যাশভিল ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল ২-২ ব্যবধানে।
ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ বলেন, 'আমি কোনো ঝুঁকি নিতে চাই না কিন্তু আমি ভাবছি যে শনিবারের ম্যাচে ওকে পাওয়া যাবে না। আপাতত এটুকুই আমি এখন বলতে পারি। আমরা শীগগিরই কিছু পরীক্ষা করব এবং আমরা দেখব ও কেমন অনুভব করে।'
মেসির চোট নিয়ে এই কোচ আরও বলেন, 'লিওর ডান পায়ে একটি পেশী ওভারলোড রয়েছে। আমরা তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। আমরা দেখার চেষ্টা করেছি যে সে হাফটাইমের পরে আরও কিছুক্ষণ টিকে থাকতে পারে কিনা, কিন্তু এটা তাকে বিরক্ত করছিল, তাই আমরা তাকে ম্যাচ থেকে তুলে নিতে পছন্দ করেছি।'
গত মৌসুম থেকেই মেসির উপরই নির্ভর করছে মায়ামি। তাকে না পেলে জয় পাওয়া বেশ কঠিনই হয়ে যায় দলটির জন্য। চলতি মৌসুমেও যে একটি ম্যাচে খেলেননি মেসি, সেই ম্যাচেই হেরেছে মায়ামি। তার উপর সামনে রয়েছে জাতীয় দলের খেলা। ২২ এবং ২৬ মার্চ কোপা আমেরিকার প্রস্তুতি নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন আর্জেন্টিনার হয়ে।
তাই মেসিকে ছাড়া সামনের ম্যাচগুলোতে খেলা যে কতোটা কঠিন হবে তা ভালো করেই জানেন মার্তিনো, 'মৌসুমের শুরু থেকেই আমরা জানতাম যে মেসি সব ম্যাচে খেলবে না। ও যদি না খেলে বা আমাদের ওকে বদল করতে হয়, এটা সহজ নয়। আমার জন্য কেবল কোনো একজন খেলোয়াড়কে মিস করা নয়, ও সর্বকালের সেরা খেলোয়াড়।'
Comments