রোনালদো ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে ফেলেছেন, বললেন ক্যানসেলো
৩২ জনের প্রাথমিক স্কোয়াড থেকে আট খেলোয়াড় বাদ ২৪ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। বাদের তালিকায় রয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর নামও। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। তবে রোনালদো তার ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে ফেলেছেন বলে বিস্ফোরক এক মন্তব্য করেছেন তার সতীর্থ জোয়াও ক্যানসেলো।
গিমারেসে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে পর্তুগাল। সেই ম্যাচের জন্য রোনালদো সহ মোট যে আট খেলোয়াড় বাদ দিয়েছেন, সেখানে রয়েছেন জোয়াও ক্যানসেলোও। এছাড়া দিয়েগো দালত, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা এবং জোয়াও ফেলিক্সকেও রাখেননি পর্তুগালের কোচ।
ক্যানসেলো অবশ্য রোনালদোকে নিয়ে মন্তব্য করেছেন তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার আগেই। আল-নাসর তারকা এখন আর পার্থক্য সৃষ্টিকারী নন জানিয়ে বলেন, 'তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ব্যালন ডি'অরের জন্য মেসির সঙ্গে ১৫ বছর প্রতিদ্বন্দ্বিতা করে কাটিয়েছেন। তবে একজন ফুটবলারের ক্যারিয়ারের সেরা বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে। তিনি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে জাতীয় দল সম্পূর্ণরূপে তার উপর নির্ভর করে না।'
ক্যানসেলোর এমন বিবৃতিটি ফুটবল মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর থেকে জাতীয় দলের হয়ে ২০৫টি ম্যাচে অংশ নিয়ে ১২৮টি গোল করে আন্তর্জাতিক গোলের বিশ্ব রেকর্ড গড়েছেন রোনালদো। বয়স ৩৯ ছাড়ালেও এখনও ছন্দেই আছেন তিনি। চলতি মৌসুমে ২৩ গোল করে সৌদি প্রো লিগের শীর্ষ স্কোরারও এই ফরোয়ার্ড।
তবে সুইডেনের বিপক্ষে রোনালদোদের বাদ দেওয়া হলেও পরবর্তী প্রীতি ম্যাচে তাদের দলে নেওয়া হবে বলে জানিয়েছে পর্তুগালের ফুটবল ফেডারেশন। স্লোভেনিয়ার বিপক্ষে তাদের পরবর্তী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ।
Comments