‘এনদ্রিক গ্রেটদের একজন হবে’, আশাবাদী ব্রাজিল কোচ

endrick

পিছিয়ে থাকা ব্রাজিল তখন ম্যাচে ফেরার জন্য মরিয়া। প্রতিপক্ষের প্রান্তে বাড়াচ্ছে চাপ। দলের এমন চাহিদায় দারুণ শটে দেখার মতন গোল করেন এনদ্রিক। ১৭ পেরুনো তরুণ গোল করলেন টানা দুই আন্তর্জাতিক ম্যাচেই।

এনদ্রিকের ঝলকের দিনে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-৩ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের পর নতুন সেনসেশনকে নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। এনদ্রিককে যত্ন করে ব্যবহারের গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

ম্যাচটি যেখানে খেলেছে দুদল সেই সান্তিয়াগো বার্নাব্যু হচ্ছে রিয়াল মাদ্রিদের মাঠ। আর কদিন পর রিয়ালে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের নতুন তারকা। স্পেন-ব্রাজিল ম্যাচ দেখতে রিয়াল সমর্থকদের চোখ ছিলো তাই এনদ্রিকের উপর।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল ভক্তদের আশার কথা শোনান দরিভাল, 'কোন সন্দেহ নেই রিয়াল মাদ্রিদের ভক্তদের জন্য এনদ্রিক অনেক আনন্দ নিয়ে আসবে। তার সামনে দারুণ আগামী, বিস্ময়করভাবে সে পরিপক্ব হয়ে উঠছে।'

দরিভালের কথামতই বার্নাব্যুতে প্রথম মুন্সিয়ানা দেখান এনদ্রিক। ব্রাজিলের জার্সিতে মাটি কামড়ানো দারুণ শটে আলো কাড়েন তিনি। ম্যাচ শেষেও তাই এনদ্রিককে নিয়ে দারুণ আশাবাদ শোনান দরিভাল,  'যদি সে তার উন্নতি পরিপূর্ণ করতে পারে তাহলে সে গ্রেটদের একজন হবে।'

ব্রাজিলিয়ান টেলিভিশন গ্লোবোতে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন এনদ্রিকও, সেখানে শুনিয়েছেন জেতার তীব্র তাড়নার কথা,  'আমরা সব সময় জিততে চাই। আমরা ব্রাজিল এবং সব সময় আমাদের জয় দরকার, এই পরম্পরা বহন করি। প্রতিটি ম্যাচই জিতব এমন প্রতিশ্রুতি দিচ্ছি না, কিন্তু চেষ্টার কোন ঘাটতি, তাড়নার কোন অভাব রাখতে চাই না।' 

গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও ব্রাজিল কোচকে কথা বলতে হয় এনদ্রিককে নিয়ে। তরুণ তারকা প্রশংসা করার পাশাপাশি তাকে যত্ন করে ব্যবহারের কথা বলেছিলেন তিনি,  'নিজের কাজটা সম্পন্ন করার বিশেষ দক্ষতা তার আছে। সে আক্রমণাত্মক, ক্ষিপ্র, সে জায়গা বের করার সামর্থ্য রাখে।'

'তাকে ব্যবহারে আমাদের সতর্ক হতে হবে। ধাপে ধাপে এগুতে হবে। সহজাতভাবে এগুতে দিতে হবে। ক্যারিয়ারের শুরুতে তার উপর প্রত্যাশার চাপ রাখা যাবে না। তার নিজেরও ভারসাম্য রাখতে হবে। মৌলিক জায়গাগুলো যত্ন করে এগিয়ে যেতে হবে।'

'পরের ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। তার মত বিশেষ প্রতিভাকে যত্নের ব্যাপার আছে। তার সামনে উজ্জ্বল আগামী।'

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago