‘এই ড্র হারের মতন’

Virgil van Dijk

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গিয়ে একচেটিয়া প্রাধান্য দেখিয়ে এগিয়ে গিয়েছিলো লিভারপুল। মুহুর্মুহু আক্রমণে তৈরি করেছিলো একের পর এক সুযোগ। কিন্তু খেলার ধারার বিপরীতে দুই গোল খেয়ে পিছিয়েও যায় তারা। পরে সমতা ফিরিয়ে ম্যাচ শেষ করলেও জিততে না পারায় এই ড্রকে হারের সমান বলছেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

ওল্ড ট্রাফোর্ডে রোববার ২-২ গোলে ড্র হয় লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ। এতে করে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার সুযোগ হাতছাড়া করে লিভারপুল। আর্সেনালের সমান ৭১ পয়েন্ট থাকলেও গোল গড়ে পিছিয়ে দুইয়ে অল রেডসরা।

আর্সেনাল, লিভারপুলের ঠিক পরেই ৭০ পয়েন্ট নিয়ে আছে ম্যানচেস্টার সিটি। জিততে পারলে ৭৩ পয়েন্ট নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে শীর্ষে থাকত লিভারপুল। লিগ জেতার চাবিকাঠি থাকত নিজেদের হাতে। এখন বাকি পথে আছে যদি, কিন্তুর হিসাব।

লিগের প্রেক্ষাপট বিচারে ও খেলার ধরণে তাই ড্র ম্যাচকে হারের মতন মনে হচ্ছে ডাইকের,  'এটা হারের মতন মনে হচ্ছে। এটা আমাদের ভুল। আমরা এত সুযোগ পেয়েছিলাম খেলাটা জিতে শেষ করা উচিত ছিলো।'

২৩ মিনিটে লুইস ডিয়াজের গোলে লিভারপুলই এগিয়ে গিয়েছিলো ম্যাচে। প্রথমার্ধে ৫৫ শতাংশের বেশি বল দেখলে রেখে প্রতিপক্ষের গোলমুখে ১৫টি শট নেয় লিভারপুল। বিপরীতে ইউনাইটেড কোন শটই নিতে পারেনি।

এত একপেশে খেলার ভিড়েও প্রতি আক্রমণ থেকে রক্ষণের ভুলে ৫০ ও ৬৭ মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে ইয়ুর্গেন ক্লপের দল। ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান মোহেমেদ সালাহ। শেষ দিকে ডিয়াজ ফাঁকা বারে মিস করেন বল। দারউইন নুনেজ, ম্যাক আলিস্টারদেরও দেখা যায় সুযোগ হাতছাড়া করতে। কোচ ক্লপ অবশ্য তবু আশাবাদী। বাকি পথে নিজেদের কাজটা করে ঠিকই শিরোপা জিততে পারবেন তারা।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago