ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা জেতার দৌড়ে পিছিয়ে গেল লিভারপুল

শিরোপা দৌড়ে থাকা তিন দলের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে ছিলো লিভারপুলই। কিন্তু ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে এখন সবচেয়ে পিছিয়ে গেল তারা।

একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় অ্যানফিল্ডে রোববার মাথা নিচু করে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। ম্যাচের ১৪ মিনিটে এবেরেসি এজের গোলে এগিয়ে যায় প্যালেস। ওই গোল ধরে রেখেই ম্যাচ শেষ করতে সমর্থ হয় তারা।

এই হারের পর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ হারিয়ে এখন তিনে অবস্থান অল রেডসদের। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটিই। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। ৩২ ম্যাচ থেকে ৭১ পয়েন্ট তুলে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার স্বপ্ন এখন বেশ ফিকে।

অথচ লিগের শুরু থেকে বড় একটা সময় পর্যন্ত শীর্ষে ছিলো তারা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-২ ড্রয়ের পর এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। এরমাঝে ইউরোপা লিগে আতলান্তার কাছে হেরে আত্মবিশ্বাসে লাগে চোট।

তবে ঘরের মাঠে নিচের দিকের দল ক্রিস্টাল প্যালেসের কাছে হারতে হবে এমন শঙ্কা হয়ত কেউ করেনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago