হারের দায় 'লোভী' কিমকে দিলেন বায়ার্ন কোচ

ঘরের মাঠের ফায়দা তুলে নিতে পারেনি বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত এগিয়ে থেকেও ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল। তবে এই হারের জন্য দক্ষিণ কোরিয়ান সেন্টার ব্যাক কিম মিন জেকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তার 'লোভের' কারণেই গোলদুটি হজম করতে হয়েছে বলে মনে করেন এই কোচ।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে লেরয় সানে ও হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় তারা। তবে ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্বাগতিক শিবির স্তব্ধ করে দেন ভিনিসিয়ুস।

তবে রিয়ালের দুটি গোলেই কিমের দায় দেখছেন কোচ টুখেল। ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছেন, 'ওকে দেখে দুবারই লোভী মনে হয়েছে। ভিনিসিয়ুসের প্রথম গোলের ক্ষেত্রে সে অনেক আগেই দৌড় শুরু করেছিল। সেটা করতে গিয়ে টনি ক্রুসের পাসে ধরা পড়েছে। সে অনুমাননির্ভর খেলা খেলেছে এবং খুব আক্রমণাত্মক ছিল।'

'দুর্ভাগ্যবশত দ্বিতীয় গোলেও আবারও সে ভুল করে বসে। ওদের দুজনের বিপরীতে আমাদের পাঁচজন খেলোয়াড় ছিল। রদ্রিগোকে আক্রমণাত্মকভাবে ফাউল করার কোনো প্রয়োজন ছিল না। ওর ভুলগুলোর জন্যই আমাদের শাস্তি পেতে হয়েছে। তবে এমনটা ঘটতেই পারে। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে,' যোগ করেন টুখেল।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার শেষ লড়াইয়ে অর্থাৎ দ্বিতীয় লেগে আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে বায়ার্ন। ঘরের ম আথে বরাবরই ভয়ঙ্কর লস ব্লাঙ্কোসরা। তাই কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে বাভারিয়ানরা। তবে নিজেদের ওপর আস্থা রাখতে বললেন টুখেল। সাহসী ও নিখুঁত ফুটবল খেলতে পারলে রিয়ালের মাঠে জেতা সম্ভব বলে মনে করেন তিনি।

'আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। অবশ্যই মাদ্রিদে জেতা সম্ভব। এখনও এটা ৫০-৫০ ম্যাচ এবং আমি মনে করি সেখানে দারুণ সুযোগ তৈরি করতে পারব। লক্ষ্য পরিষ্কার, আমাদের জিততে হবে। আমাদের সাহসী হতে হবে, আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকতে হবে এবং নিজেদের খেলায় খুব নিখুঁত হতে হবে,' বলেন এই জার্মান কোচ।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago