মেক্সিকোর কোপা আমেরিকার দলে নেই ওচোয়া

মেক্সিকো জাতীয় দলের কথা চিন্তা করলেই সবার আগে মনে আসে গোলরক্ষক গিয়েরমো ওচোয়ার নাম। পাঁচটি বিশ্বকাপে খেলা স্বল্পসংখ্যক ফুটবলারদের মধ্যে একজন এই গোলরক্ষক। প্রায় দুই দশক ধরে সামলাচ্ছিলেন মেক্সিকানদের গোলপোস্ট। তবে সেই বিশ্বস্ত গোলরক্ষককে ছাড়াই কোপা আমেরিকার দল ঘোষণা করেছে মেক্সিকো।

শুক্রবার কোপা আমেরিকার জন্য ৩১ জনের প্রাথমিক দল ঘোষণা করেন মেক্সিকোর কোচ খাইমে লোসানো। সেখানেই জায়গা হয়নি ওচোয়ার। এছাড়াও জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ ও হারভিং লোজানোরও। অনূর্ধ্ব-২৩ দল থেকে রাখা হয়েছে ১০ জন ফুটবলারকে। 

২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষেক হয় ওচোয়ার। এরপর খেলেছেন ১৫০টি ম্যাচ। জাতীয় দলে তারচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুইজন- আদ্রেয়াস গার্দাদো ও ক্লাউদিও সুয়ারেজ। গোলকিপারদের মধ্যে সবচেয়ে বেশি। ২০০৬ বিশ্বকাপে তৃতীয় গোলকিপার হিসেবে গেলেও দ্রুতই হয়ে ওঠেন নম্বর ওয়ান হয়ে ওঠেন তিনি। এইতো কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ সেরা হন তিনি।

৩৩ বছর বয়সী ফরোয়ার্ড হিমিনেজ মেক্সিকোর হয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। যেখানে দেশটির হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। ২৮ বছর বয়সী লোজানো মেক্সিকোর হয়ে খেলেছেন ৭০ ম্যাচ। সদ্যই পিএসভি আইন্দহোভেনের হয়ে ডাচ লিগ জেতায় রেখেছেন কার্যকরী ভূমিকা। তবে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছাতে চান যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে মেক্সিকো।

কোপা আমেরিকায় এবার 'বি' গ্রুপে খেলবে মেক্সিকো। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। এর আগে আগামী ৩১ মে বলিভিয়ার বিপক্ষে, ৫ জুন উরুগুয়ের বিপক্ষে ও ৮ জুন ব্রাজিলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

মেক্সিকোর কোপা আমেরিকা স্কোয়াড:

গোলকিপার: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র‍্যানগেল।

ডিফেন্ডার: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।

ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

55m ago