এমএলএসের সাইডলাইন নিয়মে অসন্তুষ্ট মেসি

প্রথমার্ধের শেষ দিকে চোটে পড়ে চিকিৎসা নিতে সাইডলাইনের বাইরে গেলেন লিওনেল মেসি। ফিরতে গিয়ে পড়লেন মহা বিপত্তিতে। মেজর লিগ সকারের (এমএলএস) নতুন নিয়মের বাঁধায় দুই মিনিট মাঠের বাইরে থাকতে হলো তাকে। এই নিয়ম পছন্দ হয়নি এই মহাতারকার।

এদিন ম্যাচের ৪০তম মিনিটে মেসিকে বেশ মারাত্মক ফাউল করেন মট্রিল ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেল। সঙ্গেসঙ্গেই হাঁটু ধরে পড়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখন মেসির শুশ্রূষার জন্য মাঠে প্রবেশ করেন মায়ামির মেডিক্যাল স্টাফ। তবে সেই ঘটনার জন্য ক্যাম্পবেলকে কোনো হলুদ কার্ড দেখাননি রেফারি।

এমএলএস নিয়ম বলছে, 'রেফারি যদি একজন খেলোয়াড়ের সম্ভাব্য আঘাতের কারণে খেলা বন্ধ করে যেখানে খেলোয়াড় ১৫ সেকেন্ডের বেশি সময় মাটিতে থাকে এবং মেডিকেল স্টাফরা খেলার মাঠে প্রবেশ করে, তাহলে খেলোয়াড়কে দুই মিনিটের জন্য মাঠ ছেড়ে যেতে হবে।'

চলতি মৌসুমেই এই নিয়ম চালু করেছে এমএলএস। সুস্থ হওয়ার পর মাঠে ঢোকার সময় মেসিকে বাধা দেন চতুর্থ রেফারি। তখন ক্ষোভ প্রকাশ করেন মেসি। যা ধরা পড়ে ক্যামেরায়। রেফারিকে মেসি তখন বলেন, 'তারা যদি এই ধরণের নিয়ম তৈরি করে, এটা খারাপ হতে যাচ্ছে।'

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনোও, 'এমন কিছু পরিস্থিতি থাকে যেখানে অবশ্যই সংশোধন করা উচিত। লিওর পরিস্থিতিতে, তাকে স্পষ্টভাবে ফাউল করা হয়। খেলোয়াড়টি একটি হলুদ কার্ডের যোগ্য ছিল। তাহলে মেসি দুই মিনিটের জন্য মাঠ ছাড়তেন না। এখানে যে দল ফাউলের শিকার হয়েছে তাদেরই শাস্তি দেওয়া হয়েছে।'

আর মাঠের বাইরে থাকায় ফ্রিকিক নিতে পারেননি মেসি। তার জায়গায় ফ্রিকিক নেন ম্যাতিয়াস রোহাস। তবে হতাশ করেননি এই তরুণ। অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করে দলকে ম্যাচ ফেরান তিনি। এরপর লুইস সুয়ারেজ ও বেঞ্জামিন ক্রিমাস্কির গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago