আমার পরিবার এবং আমি জাভির প্রতি চিরকৃতজ্ঞ: ফেরমিন

আরও একবার দুর্দান্ত পারফর্ম করে বার্সেলোনাকে জয় এনে দিলেন ফেরমিন লোপেজ। তার জয়সূচক গোলে বিদায় বেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। লা মাসিয়া থেকে ফেরমিনকে তুলে এনে মূল দলে সুযোগ দিয়েছিলেন এই কোচই। স্বাভাবিকভাবেই এই কোচের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এই তরুণ।

মৌসুমের শেষ ম্যাচের আগের দিন সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফেরমিন। তার জয়সূচক গোলটি উৎসর্গ করেছেন কোচ জাভিকে। ম্যাচ শেষে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগ লুকাতে পারেননি এই তরুণ, 'তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমি কখনই ভুলব না যে তিনি আমাকে প্রথম দলে খেলিয়েছিলেন, যা আমার স্বপ্ন ছিল।'

শুধু ফেরমিনই নন, তার পুরো পরিবার জাভির প্রতি কৃতজ্ঞ বলে জানান এই তরুণ, 'আমার পরিবার এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। আমার এই গোলটি তার প্রাপ্য। আমি সবসময় চেষ্টা চালিয়ে গেছি এবং তার প্রতিফলন হচ্ছে। এটা কল্পনা করাও অসম্ভব ছিল যে প্রথম বছরেই জিনিসগুলো আমার পক্ষে এত ভালো যাচ্ছে।'

অবিশ্বাস্য হলেও সত্যি গত এক দশকের মধ্যে এক মৌসুমে বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করা মিডফিল্ডার এখন ফেরমিন। চলতি মৌসুমে ১১টি গোল করেছেন তিনি। যার মধ্যে লা লিগাতেই ৮টি। চেলসিতে যোগ দেওয়ার আগে ২০১৪ সালে সবশেষ এক মৌসুমে ১৩টি গোল করেছিলেন মিডফিল্ডার চেক ফেব্রিগাস। এরপর বার্সার কোনো মিডফিল্ডারই এক মৌসুমে ১০টির বেশি গোল দিতে পারেননি।

আর দুর্দান্ত মৌসুম কাটানোর পর তার পুরস্কারও পেয়েছেন ফেরমিন। লুইস দে লা ফুয়েন্তের ইউরো দলে জায়গা পেয়েছেন তিনি, 'সত্য বলতে আমি এখন বেশ শান্ত আছি। দেখি কি হয়। আমি জয়ে খুশি এবং এর বাইরে ভাবছি না। তবে অবশ্যই এটা (ইউরো দলে জায়গা পাওয়া) স্বপ্ন।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

3h ago