চেলসির কোচ হচ্ছেন মারেস্কা, বার্সায় ফ্লিক

ব্যর্থতার দায় নিয়ে চেলসিকে বিদায় জানিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। তবে সপ্তাহ পার না হতেই নতুন কোচ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে দলটি। লেস্টার সিটিকে ফের প্রিমিয়ার লিগে ফেরানো কোচ এনজো মারেস্কাকে নিয়োগের খুব কাছাকাছি তারা। এমন তথ্যই জানা গিয়েছে বিভিন্ন বৃটিশ গণমাধ্যমের প্রতিবেদনে।

ট্রান্সফার উইন্ডোর বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমেরো জানিয়েছেন নতুন কোচ হওয়ার বিষয়ে চেলসির সঙ্গে শর্তে রাজী হয়েছেন মারেস্কা। এরমধ্যেই মৌখিক চুক্তি হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। পাঁচ বছরের চুক্তিতে আগামী ২০২৯ সাল পর্যন্ত স্টামফোর্ড ব্রিজে থাকবেন এই ইতালিয়ান কোচ। এমনকি এক বছর বাড়ানোর বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে। মারেস্কাকে আনতে লেস্টারকে ১০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হচ্ছে চেলসিকে।

গত বছরও ইংলিশ প্রিমিয়ার লিগে ছিলেন মারেস্কা। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন এই ইতালিয়ান। চলতি মৌসুমে লেস্টারের দায়িত্ব নিতে তাদের আবারও প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনেন। তার ফুটবলীয় কৌশল আকৃষ্ট করেছে চেলসির মালিককে।

অন্যদিকে জাভি হার্নান্দেজকে ছাঁটাই করার আগেই বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী সাবেক কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে বার্সেলোনা। এমন সংবাদই ফলাও করে ছাপিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন আগামীকাল বুধবারই হতে পারে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি। বার্সার সঙ্গে চুক্তি হবে দুই বছরের। অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন এই জার্মান।

এছাড়া অনেক দিন থেকেই কোচের সন্ধানে থাকা বায়ার্ন মিউনিখও নতুন কোচ খুঁজে পেয়েছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে জার্মান গণমাধ্যমে। টমাস টুখেলের চলে যাওয়ার পর জাবি আলোনসো, জিনেদিন জিদান, ডি জার্বিদের দ্বারস্থ হয়েছিল তারা। তবে রোমানো জানিয়েছেন, সাবেক ম্যানসিটির ডিফেন্ডার এবং বার্নলির কোচ ভিনসেন্ট কোম্পানিকে দায়িত্ব দিতে যাচ্ছে বায়ার্ন। এরমধ্যেই মৌখিক চুক্তি সম্পন্ন। বার্নলির সঙ্গে রিলিজ ক্লজের শর্তে সমঝোতা হলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago