দিবালাকে বাদ দেওয়ার কারণ জানালেন আর্জেন্টিনা কোচ

রোমার হয়ে দারুণ পারফর্ম করলেও কোপা আমেরিকার দলে জায়গা পাননি দিবালা

এএস রোমার হয়ে চলতি মৌসুমটা দারুণ কাটিয়েছেন পাওলো দিবালা। তারপরও এই ফরোয়ার্ডকে কোপা আমেরিকার দলে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এমনকি কোপা আমেরিকার প্রস্তুতি নেওয়ার জন্য দুটি প্রীতি ম্যাচের দলেও নেই তিনি। তবে কেন তাকে নেওয়া হয়নি তার ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন কোচ।

কোপা আমেরিকার আগে আগামী ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১৪ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ গুয়েতেমালা। এর জন্য নিজেদের ঝালিয়ে নিতে এরমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আর্জেন্টিনা দল। মায়ামিতে অনুশীলন করছে স্কালোনির শিষ্যরা। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিবালাকে নিয়ে কথা বলেন স্কালোনি।

রোমার ফরোয়ার্ডকে বাদ দেওয়ার কারণ জানিয়ে বলেন, 'আপনি যখন একজন খেলোয়াড়কে বাইরে রেখে যান, বিশেষ করে যে পরিস্থিতিতে আমাদের এটা করতে হয়েছে, এটি সবসময়ই কঠিন। ওর প্রতি আমাদের বিশেষ স্নেহ আছে, তবে আমরা সবসময় বলেছি যে দল সবার আগে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমাদের সীমাবদ্ধতা বিবেচনা করে আমরা এই তালিকাটি একত্রে রাখার সিদ্ধান্ত নিয়েছি।'

তবে দিবালাকে বাদ দেওয়াতে যে নিজেও কষ্ট পেয়েছেন তা স্বীকার করে নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ, 'আমরা জানি সে আমাদের কি দিতে পারে। পুরো পৃথিবীর সব ব্যথা নিয়েও আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। কোচ হওয়ার এটাই সবচেয়ে কুৎসিত বিষয়। আমাদের এটা মেনে নিতে হয়, আমাদের এটা করতে হবে এবং এটা খুব কঠিন।'

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন দিবালা। সেখানে করেছেন ১৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি গোল। তবে বরাবরের মতো নিজের পারফরম্যান্সের চেয়ে আলোচনায় ছিলেন ইনজুরি নিয়ে। সব মিলিয়ে পাঁচবার পড়তে হয়েছে চোটে। তবে মাঠের পারফরম্যান্সে আশা করেছিলেন জায়গা মিলবে কোপা আমেরিকার দলে।

হতাশা প্রকাশ করে তাই এক সাক্ষাৎকারে দিবালা বলেছিলেন, 'আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি বেশ আঘাতই পেয়েছি বলা যায়। আমি বুঝি যে কোচদের জন্যও কাজটা সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে।'

Comments

The Daily Star  | English
Bangladesh Bank policy rate hike

Govt restructures task force on bringing back money illegally taken abroad

Headed by Bangladesh Bank governor, the nine-member task force became operational with immediate effect

1h ago