লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে মেসির, মাঠের বাইরে থাকবেন লম্বা সময়

সহসাই মেসিকে মাঠে ফিরে পাচ্ছে না তার ক্লাব ইন্টার মায়ামি

কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। পরে সাইড বেঞ্চে বসে অঝোরে কেঁদেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। চোট যে গুরুতর তা তখনই বোঝা গিয়েছিল। পরে তার ফোলা গোড়ালির ছবি ভাইরাল হলে ইঙ্গিত মিলে আরও। তবে পরীক্ষার পর জানা গিয়েছে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তার। যে কারণে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর মেসির ক্লাব ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, 'মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তাঁর পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।'

তবে মেসিকে যে মেজর লিগ সকারে (এমএলএস) অন্তত দুটি ম্যাচের জন্য পাওয়া যাবে না তার পরীক্ষা-নিরীক্ষার আগেই গতকাল জানিয়েছিলেন মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো, 'সে অ্যাঙ্কেল মচকে ফেলেছে এবং চোট ঠিক হয়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা এবং তার ফল পেতে অপেক্ষা করতে হবে। পরিস্থিতির মাত্রা বুঝতে বিভিন্ন পরীক্ষা করা হবে।'

বাংলাদেশ সময় গত সোমবার সকালে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়ার ম্যাচে চোট পান মেসি। ম্যাচের ৩৬তম মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার সান্তিয়াগো আরিয়াসের বিপজ্জনক ট্যাকেলে ডান পায়ে আঘাত পান। আর দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে পিছলে পড়লে মাঠই ছাড়তে হয় তাকে। মাঠ ছেড়ে অঝোরে কাঁদেন অধিনায়ক।

কোপা আমেরিকার ফাইনাল জয়ের পর ইনস্টাগ্রামে ভালো বোধ করছেন বলে একটি পোস্ট করেছিলেন মেসি। দ্রুতই মাঠে ফেরার আশা প্রকাশ করে লিখেছিলেন, 'আমি ঠিক আছি, ঈশ্বরকে ধন্যবাদ। আমি আশা করছি শিগগিরই মাঠে উপভোগ করব।'

এদিকে শুরু হতে যাচ্ছে লিগস কাপ। এই শিরোপা ধরে রাখার মিশনে আগামী ২৭ জুলাই মাঠে নামছে দলটি। এর আগে এমএলএসের ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসি মুখোমুখি হবে তার। এরপর রোববার ভোরে দলটি লড়বে শিকাগো ফায়ারের বিপক্ষে।

Comments