হাঁটুর চোটে ৬-৭ সপ্তাহ মাঠের বাইরে কামাভিঙ্গা

হাঁটুর চোটে ছয় থেকে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

একের পর এক ইনজুরির খবর দিয়ে গত মৌসুমও শুরু করেছিলেন রিয়াল মাদ্রিদ। এবার নতুন মৌসুমেও সেই পুনরাবৃত্তি। শুরুতেই ধাক্কা খেয়েছে দলটি। হাঁটুর চোটে ছয় থেকে সাত সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।

ইউরোপিয়ান সুপার কাপ ফাইনালের আগে মঙ্গলবার অনুশীলনে বাম হাঁটুতে আঘাত পান কামাভিঙ্গা। স্বদেশী আরেক মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামিনির সঙ্গে আঘাত পান তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে হাঁটু মচকে যাওয়ার কথা বলেছিলেন চিকিৎসকরা। তবে বুধবার পরীক্ষা নিরীক্ষা শেষে জানা গিয়েছে বাম হাঁটুতে অভ্যন্তরীণ কোলাটারাল লিগামেন্ট মচকে গেছে তার।

কামাভিঙ্গাকে না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা কার্লো আনচেলত্তির জন্য। অক্টোবরে আন্তর্জাতিক বিরতির আগে তার ফেরার সম্ভাবনা নেই। এর অর্থ হল ১২টি ম্যাচ মিস করবেন এই মিডফিল্ডার, যেখানে একটি ইউরোপীয় সুপার কাপ, নয়টি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ থাকবে।

সামাজিকমাধ্যমে হতাশা প্রকাশ করে এই মিডফিল্ডার লিখেছেন, 'এই ইনজুরি এবং মৌসুমের শুরুটা মিস করায় আমি গভীরভাবে হতাশ। আমি শীঘ্রই ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করব। আমাকে সমর্থন করে গত কয়েক ঘণ্টায় দেওয়া সমস্ত বার্তার জন্য আপনাদের ধন্যবাদ এবং আমি দলের জন্য শুভকামনা জানাতে চাই। সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ!'

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago