নতুন মৌসুমে ক্লাবহীন জামাল
নতুন মৌসুমে এবার মাঠে দেখা যাবে না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে। গত রাতে বন্ধ হওয়া ট্রান্সফার উইন্ডোর সময় কোনো ক্লাবই বেছে নেয়নি ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে। গত মৌসুমে আবাহনী লিমিটেডের হয়ে খেলেছিলেন তিনি।
তবে জামালকে কোনো চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে কি-না কিংবা বিদেশে থাকায় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কি-না তা এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন রয়েছে, আবাহনী লিমিটেডের সঙ্গে আর্থিক বিষয়ে সমঝোতা হয়নি বলে চুক্তি ভেস্তে যায় তার।
গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোল ডি মায়োর সঙ্গে বিচ্ছেদের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে আবাহনীতে যোগ দিয়েছিলেন জামাল। এবারও সেই ক্লাবেই থাকার কথা ছিল তার। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতার পালাবদলে পরিস্থিতি বদলে যায়। ব্যাপক ভাংচুরের শিকার হয় আবাহনী। নতুন মৌসুমে দলবদলের বিষয়টি নিয়েও ছিল অনিশ্চয়তা।
ডেনমার্কে জন্মগ্রহণকারী জামাল তৎকালীন পাওয়ার হাউস শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে যোগ দেওয়ার আগে ২০১৩ সালে জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন। দুই মৌসুম সেই ক্লাবে খেলার পর অধুনালুপ্ত সাইফ স্পোর্টিং ক্লাব হয়ে খেলেছেন শেখ রাসেলের হয়েও। এছাড়া কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনীর হয়েও খেলেছেন।
এবার তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল এবং ট্রেবল বিজয়ী শেখ রাসেল নিজেদের প্রত্যাহার করায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে। বিপিএল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ মোহামেডানের মধ্যে চ্যালেঞ্জ কাপের একটি ম্যাচ দিয়ে অক্টোবরের শুরুতে নতুন মৌসুম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Comments