আলাদা অনুশীলন করছেন ফ্লুতে আক্রান্ত মেসি

ফ্লুতে আক্রান্ত হলেও শীগগিরই মাঠে ফিরতে মরিয়া মেসি করছেন একক অনুশীলন

কোপা আমেরিকার ফাইনালে পাওয়া গোড়ালির চোট সারিয়ে অনুশীলনে ফিরেছিলেন আগস্টের শেষ দিকেই। তবে এখনও মাঠে ফেরা হয়নি লিওনেল মেসির। এরমধ্যেই আবার ফ্লুতে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে শীগগিরই মাঠে ফিরতে মরিয়া এই মহাতারকা করছেন আলাদা অনুশীলন।

মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির পরবর্তী ম্যাচ ১৪ সেপ্টেম্বর (বাংলাদেশ সময় ১৫ সেপ্টেম্বর সকালে) ফিলাডেলফিয়ার বিপক্ষে। ওই ম্যাচে ফিরতে অনুশীলনে মরিয়া হয়ে উঠেছেন মেসি। একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়াও। এরমধ্যে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা মিস করেছেন তিনি।

তবে ফেরার তাগিদে ব্যাঘাত ঘটিয়েছে ফ্লু। যে কারণে দলীয় অনুশীলনে যোগ না দিয়ে একক অনুশীলন চালিয়ে যাচ্ছেন মেসি। তবে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ার বিপক্ষে তাকে না পাওয়া গেলেও ১৯ সেপ্টেম্বর পরের ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দেখা যেতে পারে তাকে।

এদিকে বেশি কিছু আমেরিকান মিডিয়া আউটলেট জানিয়েছে পরবর্তী দুই ম্যাচে নাও ফিরতে পারেন মেসি। তবে মায়ামি হেরাল্ড জানিয়েছে, চোট জনিত কোনো সমস্যা নেই তার। ফ্লুতে আক্রান্ত হওয়ায় আলাদা অনুশীলন করছেন তিনি। এক সপ্তাহ আগে শিকাগো ফায়ারের বিপক্ষে তার ফেরার জল্পনা-কল্পনা চললেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

তবে এক অর্থে কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক ইনজুরিতে পড়ছেন মেসি। কোপা আমেরিকার ফাইনালে তো গোড়ালিই মচকে যায়। যে কারণে পুরো সময় থাকতে পারেননি মাঠে। সেই চোট কাটিয়ে প্রায় ছয় সপ্তাহ পর ২৮ আগস্ট থেকে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেন অধিনায়ক।

এমএলএসে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে গোল করেছেন ১২টি। পাশাপাশি অ্যাসিস্ট রয়েছে ১৩টি। মাঝে চোট আর আন্তর্জাতিক সূচির কারণে মিস করেছেন ১৪টি ম্যাচ। এছাড়া লিগস কাপের চারটি ম্যাচই মিস করেছেন। গত বছর তার নৈপুণ্যে প্রথমবারের মতো এই টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হতে পেরেছিল মায়ামি। এবার তারা বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

4h ago