রোনালদোকে বিশেষ জার্সি দিল আল-নাসর

Cristiano Ronaldo

প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের অনন্য মাইলফলক স্পর্শ করে নিজ ক্লাবে ফিরে অভ্যর্থনা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি আরবের আল-নাসর ক্লাব তাকে বিশেষ জার্সি উপহার দিয়েছে।

শুক্রবার আল-আহলির বিপক্ষে ম্যাচের আগে সর্বকালের সেরা তকমার 'গোট-৯০০' লেখা জার্সি তুলে দেওয়া হয় রোনালদোর হাতে।

আন্তর্জাতিক উইন্ডোতে নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ম্যাচ ছিলো পর্তুগালের৷ দুই ম্যাচেই গোল করেন রোনালদো৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলে স্পর্শ করেন ৯০০ গোল। স্কটল্যান্ডের বিপক্ষে দলকে জেতানো আরেক গোলে পেশাদার ফুটবলে তার গোলসংখ্যা এখন ৯০১। শুক্রবার অবশ্য গোলসংখ্যা আর বাড়াতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তার দল আল নাসর ১-১ গোলে আল আহলির বিপক্ষে ম্যাচ ড্র করে।

ম্যাচ জিততে না পারলেও এদিন আল-নাসর সমর্থকরা রিয়াদের মাঠে মেতে ছিলেন রোনালদোকে ঘিরে। '৯০০ গোল',  'একমাত্র নায়ক এই গৌরব অর্জন করেছেন' এরকম প্ল্যাকার্ড হাতে দেখা যায় দর্শকদের।

সম্প্রতি প্রথম মানুষ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ১ বিলিয়ন অনুসারিও অর্জন করেছে রোনালদো। মাত্র ৩ সপ্তাহ আগে চালু হওয়া তার ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ছাড়িয়ে গেছে ৬০ মিলিয়ন।

ম্যানচেস্টার ইউনাইটেড,  রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা নিজের ইউটিউব সেই চ্যানেলে রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপে বলেছেন, তিনি পেশাদার ফুটবলে করতে চান ১ হাজার গোল।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

21h ago