মেসি-দি মারিয়ার বিকল্প পাওয়া অসম্ভব: স্কালোনি

দি মারিয়া এরমধ্যেই অবসর নিয়েছেন, আর বয়সটা ৩৭ ছাড়িয়ে যাওয়ায় যে কোনো সময় এমন কোনো ঘোষণা আসতে পারে লিওনেল মেসির কাছ থেকেও

কোপা আমেরিকার মিশন শেষে বুট জোড়া তুলে রেখেছেন আনহেল দি মারিয়া। আর বয়সটা ৩৭ ছাড়িয়ে যাওয়ায় যে কোনো সময় এমন কোনো ঘোষণা আসতে পারে লিওনেল মেসির কাছ থেকেও। এ দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে সফলতার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে না আর্জেন্টিনার জন্য। তাদের বিকল্প পাওয়া সম্পূর্ণ অসম্ভবই বললেন কোচ লিওনেল স্কালোনি।

তবে মেসি ও দি মারিয়াকে ছাড়া এরমধ্যেই দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। কোপার ফাইনালে চোটে পড়েছিলেন মেসি। সেই চোট সারিয়ে কদিন আগে ফিরেছেন ইন্টার মায়ামির হয়ে। তবে মাঝে জাতীয় দলের হয়ে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। সেখানে চিলির বিপক্ষে জয় পেলেও দলটি হেরে যায় কলম্বিয়ার বিপক্ষে। মেসি-দি মারিয়ার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে তারা।

সম্প্রতি ক্লাঙ্কের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন স্কালোনি। সেখানেই মেসি ও দি মারিয়ার শূন্যতা কিভাবে পূরণ করবেন, এমন প্রশ্নে এই কোচ বলেন, 'তারা অপরিবর্তনীয়, তারা এমন খেলোয়াড় যাদের প্রতিস্থাপন করা যায় না, অসম্ভব। কোনো সুযোগ নেই, ফিদেও এবং লিও উভয়ই অনন্য খেলোয়াড়।'

সাম্প্রতিক সময়ে চোট সমস্যা প্রকট হয়ে উঠলেও ধারণা করা হচ্ছে যে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন মেসি। সবকিছুই নির্ভর করবে তার ফিটনেসের উপর। তবে দি মারিয়াকে আর পাচ্ছে না তারা। বিশ্বকাপ শেষেই অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে কোচ ও সতীর্থদের অনুরোধে খেলেছেন কোপা আমেরিকা পর্যন্ত।

তাই আপাতত ভিন্নভাবে দি মারিয়ার বিকল্প খুঁজছেন এই কোচ, 'ফিদেওর (দি মারিয়া) ক্ষেত্রে, সে ফিরে আসবে না এবং সে তাই বলেছে। আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টা করব না, কারণ এটা ভুল হবে। তার মতো কেউ নেই। সে ডানে এবং বাঁয়ে উভয় দিকেই দলকে সার্ভিস দিয়ে গেছে। আমরা এমনই একজন খেলোয়াড়কে খোঁজার চেষ্টা করব।'

'ওয়ান টু ওয়ানে, খেলা বুঝতে পারা, ছকের বাইরে থেকে দুর্দান্ত খেলতে পারার দক্ষতা, এসব সেই করতে পারতো। আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে। খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে যেহেতু সে তো এখন নেই,' যোগ করেন এই কোচ।

মেসি ও দি মারিয়াকে ছাড়া সবশেষ দুই ম্যাচে ফরমেশনই বদলে ফেলেছিলেন স্কালোনি। চিরাচরিত ৪-৩-৩ এর পরিবর্তে সামনে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে রেখে ৪-৪-২ পদ্ধতিতে খেলিয়েছিলেন তিনি। তবে নিকো গঞ্জালেজের উপস্থিতিতে আলভারেজ ডান উইংয়ে চলে গিয়ে মাঝেমধ্যে আক্রমণ ৪-৩-৩ এ রূপান্তরিত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

44m ago