লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনা, বড় জয়ের পরও অস্বস্তি

Barcelona's Raphinha celebrates with Robert Lewandowski

চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা খেলেই স্প্যানিশ লা লিগায় দুর্বার গতিতে ছুটছে বার্সেলোনা। ভিয়ারিয়ালকে উড়িয়ে আরেকটি বড় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান শক্ত করেছে হান্সি ফ্লিকের দল। তবে এমন দাপুটে দিনেও অস্বস্তি হয়ে এসেছে গোলরক্ষক  মার্ক-আন্ড্রে টের স্টেগেনের চোট।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে গিয়েও ৫-১ গোলের বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব। এই নিয়ে লা লিগায় টানা হয় ম্যাচ জিতল তারা। দলের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভনোডভস্কি ও রাফিনিয়া। আরেক গোল আসে পাবলো তোরের কাছ থেকে। ভিয়ারিয়ালের হয়ে এক গোল শোধ দেন আয়োসে পেরেস।

গত সপ্তাহে দুর্দান্ত ছন্দে থাকা অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে মোনাকোর মাঠে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এই হারের ধাক্কা লা লিগায় পড়তে দিল না দলটি।

কেবল টানা জয় নয়, প্রতি ম্যাচেই অনেক গোল করছে বার্সা। তিন ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে ১৬বার, বিপরীতে গোল হজম করেছে স্রেফ ২টি।

অবশ্য বড় জয়ের দিনেও মন খারাপ করার একটা ঘটনা ঘটেছে। হাঁটুতে চোট পেয়েছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। জার্মান এই গোলরক্ষককে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি কতদিনের জন্য ছিটকে গেলেন তা নিশ্চিত নয়। চোটের ধরণ বলছে হয়ত লম্বা সময় তাকে নাও পেতে পারে বার্সা।

স্প্যানিশ লা লিগায় ৬  ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

Comments

The Daily Star  | English

Jewellers cut gold prices by Tk 3,452 a bhori

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 138,708

54m ago