লেভানদোভস্কিকে রোনালদোর সঙ্গে তুলনা করলেন ফ্লিক

বয়স ৩৭ ছুঁইছুঁই। কিন্তু এখনও বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা রবার্ট লেভানদোভস্কি। তার গোলের ক্ষুধা এবং ধারাবাহিকতা ইউরোপ এবং লা লিগা—দুই ফ্রন্টেই এগিয়ে রাখছে দলকে। সৌদি প্রো লিগের আল-নাসরের হয়ে ঠিক যেমনটা ৪০ বছরেও করে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফিটনেস ধরে রেখে বয়সকে হার মানিয়েছেন দুই তারকাই।
গত কয়েক মৌসুমের হতাশা কাটিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তে রয়েছে বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে জার্মানিতে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হতে যাচ্ছে তারা, যেখানে তারা প্রথম লেগে ৪-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। মন্তজুইকে অনুষ্ঠিত সেই ম্যাচে জোড়া গোলে আলো ছড়িয়েছিলেন লেভানদোভস্কি।
ডর্টমুন্ডের বিপক্ষে সেই জোড়া গোলের মাধ্যমে লেভানদোভস্কি তার দুর্দান্ত ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক মৌসুমে ৪০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। দ্বিতীয় লেগের আগে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক প্রশংসা করেছেন এই পোলিশ স্ট্রাইকারের এবং তাকে তুলনা করেছেন কিংবদন্তি রোনালদোর সঙ্গে।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই জার্মান কোচ বলেন, 'এই বয়সে এই মানের ফুটবল খেলা... একদিকে তার শারীরিক সক্ষমতা, অন্যদিকে নিজের প্রতি অসাধারণ যত্ন—এই দুটোর সম্মিলনেই এটি সম্ভব। ক্রিস্তিয়ানো রোনালদোর মতোই তাঁর শারীরিক গঠন অসাধারণ। তিনি অত্যন্ত পেশাদার, এবং পারফরম্যান্স সর্বোচ্চ রাখতে সব বিষয় নিয়ন্ত্রণে রাখেন।'
আজ মঙ্গলবার বুন্দেসলিগার ক্লাব ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার পর, শনিবার ঘরের মাঠে সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগায় আবার মাঠে নামবে ফ্লিকের দল।
Comments