বেশি খেলোয়াড় কিনলে বার্সা ১০-০ গোলে জিতবে: তেবাস

বার্সা বেশি খেলোয়াড় কিনতে না পারায় মজা করে ঈশ্বরকে ধন্যবাদও জানান লা লিগা সভাপতি

চলতি মৌসুমে বেশ কিছু খেলোয়াড় কেনার টার্গেট করেছিল বার্সেলোনা। কিন্তু লা লিগার ফেয়ার প্লে নীতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এমনকি দানি ওলমোকে কেনার পরও শুরুতে নিবন্ধন করাতে পারেনি তারা। কিন্তু তারপরও মাঠে অপ্রতিরোধ্য দলটি। তাদের পারফরম্যান্সে বার্সেলোনাকে নিয়ে মজা করছেন লা লিগা সভাপতি হ্যাবিয়ার তেবাস।

রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে স্বাগতিকদের ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এর আগের দুই ম্যাচে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ৭-০ এবং জিরোনার বিপক্ষে ৪-১ গোলের জয় পায় দলটি। অর্থাৎ তিন ম্যাচে তারা গোল করেছে ১৬টি।

বার্সেলোনার এমন উড়ন্ত জয়ের পর মজা করে সাংবাদিকদের লা লিগার সভাপতি বলেন, 'আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে বার্সেলোনা আরও বেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেনি, অন্যথায় তারা ১০-০ গোলে জিতবে।

এদিকে বড় জয়ের পরও স্বস্তিতে নেই দলটি। একের পর এক ইনজুরিতে এবার নতুন নাম গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি বল ধরতে গিয়ে বেকায়দায় পা ফেলে চোটে পড়েন তিনি। সোমবার পরীক্ষা শেষে এক বিবৃতি দিয়ে বার্সেলোনা জানিয়েছে, অস্ত্রোপচার করাতে হবে এই গোলরক্ষকের। ফলে এ মৌসুমই প্রায় শেষ দলটির।

টের স্টেগেনের লম্বা ইনজুরিতে নিয়ম অনুযায়ী বার্সেলোনা আরও একজন খেলোয়াড় কিনতে পারবে বলে জানিয়েছেন তেবাস, 'প্রবিধান অনুযায়ী দীর্ঘমেয়াদী আহত খেলোয়াড়ের মতো একই পরিমাণ অর্থ দিয়ে একজন খেলোয়াড় স্বাক্ষর করার অনুমতি দেয়। তারা একজন খেলোয়াড়কে সই করতে পারবে, তা গোলরক্ষক হোক বা অন্য খেলোয়াড়।'

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

51m ago