বার্সার তালিকায় আছে রিয়ালের সাবেক গোলরক্ষকও

প্রায় পুরো মৌসুমের জন্য ছিটকে বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন

কমপক্ষে আট মাসের জন্য ছিটকে গিয়েছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। রিজার্ভ গোলরক্ষক ইনাকি পেনাই এখন ভরসা। তবে বিকল্প হিসেবে একজন গোলরক্ষক দলে টানা প্রয়োজন কি-না সে প্রশ্নে বিতর্ক শুরু হয়ে গেছে বার্সেলোনা শিবিরে। তবে আলোচনায় থাকা গোলরক্ষক তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের এক সাবেক গোলরক্ষকও।

আগস্টের শেষে চলতি মৌসুমের দলবদল শেষ হয়ে গেলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিশেষ নিয়মে একজন গোলরক্ষককে দলে টানতে পারবে বার্সেলোনা। কোনো খেলোয়াড় চার মাসের বেশি সময়ের জন্য ছিটকে গেলে একজন খেলোয়াড় দলে টানার নিয়ম রয়েছে। তবে সেই খেলোয়াড়কে হতে হবে ফ্রি এজেন্ট।

টের স্টেগেনের চলে যাওয়ার পর যে ফ্রি এজেন্টদের স্বাক্ষর করাতে পারে তাদের মধ্যে মানানসই একটি নাম হচ্ছে কেইলর নাভাস। রিয়াল মাদ্রিদের সাবেক এই গোলরক্ষক গত মৌসুম শেষেই পিএসজি থেকে ফ্রি এজেন্ট হয়ে গেছেন। বর্তমানে কোনো দলের সঙ্গে যুক্ত নেই তিনি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে পরীক্ষিতও এই গোলরক্ষক।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, বার্সেলোনায় যোগ দিতে ইচ্ছুক এই কোস্টারিকান গোলরক্ষক। খুশি মনেই এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার গোলবার সামলানোর দায়িত্ব নিবেন রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ভূমিকা রাখা এই গোলরক্ষক। এছাড়া তার এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে বার্সেলোনার। কাতালান ক্লাবটির সঙ্গে ব্যবসা করেছেন তিনি। বেশ কিছু খেলোয়াড় এনে দেওয়ায় বড় ভূমিকা ছিল তার। 

এদিকে, বর্তমানে কোনো ক্লাবের হয়ে না খেললেও নিজেকে প্রস্তুত রাখতে নিজ দেশে নিয়মিত অনুশীলন করছেন নাভাস। গত মৌসুমে পিঠের সমস্যা থাকলেও বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলেও চলতি মৌসুমে বেশ কিছু বিকল্প ছিল তার। তবে শেষ পর্যন্ত কোনো ক্লাবেই যোগ দেওয়া হয়নি তার।

তবে নতুন কোনো গোলরক্ষক দলে টানবেন কি-না এ বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নিবে বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানিয়েছে মুন্দো। জানা গেছে নাভাস ছাড়াও বার্সার সাবেক গোলরক্ষক ক্লাদিও ব্রাভো, জর্দি মাসিপ, এডগার বাডিয়া, লরিস কারিয়াসের মতো গোলরক্ষকও রয়েছেন তালিকায়।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

10h ago