ইন্টার মায়ামিতে ফিরলেন হিগুয়েইন

বছর দুই আগে ইন্টার মায়ামির জার্সি গায়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলেছিলেন গঞ্জালো হিগুয়েইন। আবারও ফিরে এসেছেন পুরনো ক্লাবে। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। ক্লাবটির দ্বিতীয় দল অর্থাৎ ইন্টার মায়ামির কোচিং স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন তিনি।

প্রথমে শোনা গিয়েছিল মায়ামির প্রধান কোচ জেরার্দো তাতা মার্তিনোর সহকারী হিসেবে যোগ দিচ্ছেন হিগুয়েইন। তবে পরে জানা যায় মায়ামি টু দলের প্লেয়ার ডেভেলপমেন্ট কোচ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। এই দলের প্রধান কোচ তার ভাই ফেদেরিকো হিগুয়েইন।

মায়ামির দ্বিতীয় দলটি এমএলএস নেক্সট প্রো-তে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং হিগুয়েইনের মূল কাজ হবে দ্বিতীয় দল থেকে ইন্টার মায়ামির প্রথম দলে যাওয়া খেলোয়াড়দের গাইড করা এবং অভিযোজনের বিষয়টি সহজতর করা।

গঞ্জালো হিগুয়েইনের মায়ামিতে ফিরে আসার বিষয়টি কদিন আগেই জানিয়েছিলেন তার ভাই ফেদেরিকো হিগুয়েইন। আর চুক্তি নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা আগে বলেছিলেন, 'ক্লাবটি এটি নিয়ে কাজ করছে। যেখানেই সে (গঞ্জালো) খুশি, সন্তুষ্ট বোধ করে, তাকে স্বাগত জানানো হবে।'

কিছু দিন আগ পর্যন্তও ইন্টার মায়ামির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন গঞ্জালো হিগুয়েইন। ৭০টি ম্যাচে তিনি গোল করেছেন ২৯টি। সম্প্রতি তাকে ছাড়িয়ে গেছেন ইকুয়েডরের লিওনার্দো ক্যাম্পানা, যিনি ইন্টার মায়ামিতে ৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন। তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। গত বছরই ক্লাবটিতে যোগ দিয়ে ৩২টি ম্যাচ খেলে এরমধ্যেই ২৭টি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago