৫ দিনে ২ লাল কার্ড দেখলেন ফার্নান্দেজ

ইউরোপা লিগে নিজেদের পরবর্তী ম্যাচে ফেনেরব্যাকের বিপক্ষে খেলতে পারবেন না ফার্নান্দেজ

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন সেই ২০২০ সালে। তখন থেকেই দলটি মূল চালিকা শক্তি পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। গত চার মৌসুমে কোনো লাল কার্ড দেখেননি তিনি। কিন্তু চলতি মৌসুমে শেষ পাঁচ দিনের ব্যবধানে দেখলেন দুটি।

বৃহস্পতিবার রাতে স্তাদিও দো দ্রাগাওয়ে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে পোর্তোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৮১তম মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি।

গত রোববারই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচে জেমস ম্যাডিসনকে অহেতুক একটি ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বহিষ্কার হয়েছিলেন ফার্নান্দেজ। আর গতকাল রাতে হাই বুটের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে হয়েছেন বহিষ্কার। যদিও তার পা নাহুয়েন পেরেজের মাথা পর্যন্ত ওঠেনি। তবে কার্ড দেখানোর জন্য যথেষ্ট মনে করেছেন রেফারি।

ফলে ইউরোপা লিগে নিজেদের পরবর্তী ম্যাচে ফেনেরব্যাকের বিপক্ষে খেলতে পারবেন না ফার্নান্দেজ। দলের সেরা তারকা ও অধিনায়ককে ছাড়া খেলতে নামা নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য। তার উপর সেই ম্যাচটি হবে ফেনেরব্যাকের মাঠে।

ফার্নান্দেজের মতো তাই সময়টা বাজে কাটছে তার ক্লাব ইউনাইটেডেরও। প্রথম ২০ মিনিটেই মার্কাস র‍্যাশফোর্ড ও রাসমাস হওল্যান্ডের গোলে দুই গোলের লিড নিয়েছিল দলটি। কিন্তু ২৩ মিনিটের ব্যবধানে তিনটি গোল হজম করে পিছিয়ে পড়ে ইংলিশ ক্লাবটি। একেবারে শেষ দিকে হ্যারি মাগুয়েইরের গোলে ড্রয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে তারা।

ইউরোপা লিগে এর নিজেদের প্রথম ম্যাচেও এফসি টোয়েন্টির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল ইউনাইটেড। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার ২১ নম্বরে রয়েছে তারা। ভালো যাচ্ছে না প্রিমিয়ার লিগেও। ৬ ম্যাচ খেলে মাত্র ২ জয়, টেবিলে অবস্থান ১৩তম স্থানে।

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

1h ago