অনুশীলনে মেসিরা, নজর হারিকেনে

কূটনৈতিক দ্বন্দ্বের কারণে ভেনেজুয়েলায় সরাসরি যাওয়ার সুযোগ নেই। তৃতীয় দেশে ট্রানজিট নিতেই হবে। মায়ামিতে ট্রানজিট নেওয়ার পাশাপাশি তাই অনুশীলন ক্যাম্পও করেছে আর্জেন্টিনা। তবে সেখানে হুমকি হয়ে দাঁড়িয়েছে পঞ্চম শ্রেণীর হারিকেন মিল্টন। তারমধ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন লিওনেল মেসিরা।

সোমবার পূর্ণ স্কোয়াড ছাড়াই অনুশীলন শুরু করে আর্জেন্টিনা জাতীয় দল। তবে সেখানে মূল আকর্ষণ ছিলেন অধিনায়ক মেসি। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালিতে চোট পাওয়ার পর প্রথমবারের মতো জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক। মাঝে অবশ্য ক্লাবের হয়ে খেলেছেন তিনটি ম্যাচ।

আপাতত, হারিকেনের উপর নজর রেখেই মায়ামিতে কাজ করবে আলবিসেলেস্তেরা। এরমধ্যেই ইন্টার মায়ামি ক্লাবের সকল সুবিধা গ্রহণ করে প্রথম দিনের অনুশীলন করেছে দলটি। তবে মনোযোগ রয়েছে হারিকেনের বিবর্তনের দিকে, যা বর্তমানে মেক্সিকো উপসাগর অতিক্রম করছে। যদিও রাজ্যের উত্তরাঞ্চলকে বেশি প্রভাবিত করবে এই হারিকেন।

তবে চলতি সপ্তাহের শুরুতে ফ্লোরিডার দক্ষিণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে অনুশীলন সেশন চালানো অসম্ভব হয়ে পড়তে পারে। আর সম্ভব হলেও স্বাভাবিকভাবেই অনুশীলনে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। মায়ামিতে বৃহস্পতিবার পর্যন্ত ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের ভবিষ্যদ্বাণী রয়েছে, যা পুরো এক মাসের বৃষ্টির সমান।

এদিকে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিতে শুরু করেছেন দলের খেলোয়াড়রা। এরমধ্যেই এসেছেন ওয়ালতার বেনিতেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এজাকুয়েল প্যালাসিওস, ভ্যালেন্তিন কার্বোনি, জেরেনিমো রুলি এবং লিওনার্দো বালের্দি। যেহেতু মায়ামিতে কাজ করার কভার স্পেস নেই (শুধুমাত্র জিম), অনুশীলনের সমস্যা এড়াতে ভেনেজুয়েলায় ট্রিপ এগিয়ে আনার ভাবনায় উড়িয়ে দেওয়া যায় না।

উল্লেখ্য, হারিকেন মিল্টনের হুমকিতে এরমধ্যেই প্রকাশ্যে সতর্কতা জারি করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস। ঝড়টি এগিয়ে আসার পথে হারিকেনে পরিণত হতে পারে বলে জানিয়েছেন। ৩৫টি কাউন্টিতে সতর্কতা ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, মিল্টন 'শক্তিশালী হবে এবং বড় হারিকেন হয়ে উঠবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফ্লোরিডার দিকে অগ্রসর হবে।'

ভেনেজুয়েলায় আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের নবম ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৫ অক্টোবর এস্তাদিও মনুমেন্তাল দি রিভারে বলিভিয়াকে আতিথেয়তা দেবে দলটি।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

16h ago