'আমরা উন্নতি করেছি এবং এটা সন্তোষজনক'

নয় ম্যাচের মাত্র চারটি জয়। এমন পরিসংখ্যান ব্রাজিলের জানলে অবাক হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে এটাই বাস্তবতা। সাম্প্রতিক সময়ে বেশ সংগ্রাম করে চলেছে দলটি। তবে এদিন চিলির বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে দলটি। আর দলের এমন জয়ের পর দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক মার্কুইনহোস।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে স্তাদিও ন্যাশোনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এদুয়ার্দো ভের্গাস এগিয়ে দিয়েছিলেন চিলিকে। তবে দুই অর্ধের শেষ দিকে দুই তরুণ ইগর জেসুস ও লুইজ হেনরিকের গোলে জয় পায় ব্রাজিলই।

স্বস্তির এই জয়ের পর মার্কুইনহোস বললেন, 'আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এবং আমি জানি যে এই কঠিন সময়ে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আপনার সাহস এবং উদ্যম থাকা দরকার। এই দিনগুলিতে আমরা এই বিষয়ে কথা বলেছি। গত ফিফা তারিখের তুলনায় ভালো পারফরম্যান্স করতে প্রত্যেককেই কিছুটা বাড়তি দায়িত্ব নিতে হতো। আমরা উন্নতি করেছি এবং এটা সন্তোষজনক।'

প্রচণ্ড চাপে থাকা দলটি চিলিকে হারানোয় ড্রেসিংরুমের পরিবেশ শান্ত হয়েছে বলে জানান এই ডিফেন্ডার, '(বিশ্বকাপ) বাছাই পর্ব এমনই হয়, হয়তো আমরা ভালো না খেলে একটা ম্যাচ জিততে পারি কিন্তু প্রতিপক্ষের চেয়ে ভালো না খেলে জিততে পারি না। গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা পথে আছি। একটি জয় একটি হালকা, সুখী পরিবেশ তৈরি করে। ছেলেরা অনেক খুশি, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে এই গ্রুপে একটি বন্ধন তৈরি করছি।' 

সাম্প্রতিক সময়টা ভালো না যাওয়ায় বেশ সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে কোচ দরিভাল জুনিয়রকে। দুঃসময়ে তার সঙ্গেই আছেন মার্কুইনহোস, 'আমরা বাস্তবতা নিয়ে কাজ করে যাচ্ছি। প্রত্যাশা, ভবিষ্যৎ, যদি, যদি, যদি... ফুটবল খুবই জটিল। কোচ এরমধ্যে অন্যান্য কাজে দেখিয়েছেন যে তিনি কতটা পেশাদার এবং আমরা এখানেও তা দেখছি। সময় এবং কাজ আমাদের একটি দল হিসাবে বড় করবে। পরিবর্তন কোনো বিষয় নয়। যে পেশাদারিত্ব নিয়ে আমাদের পাশে আছেন এবং তিনি যে কাজ করছেন তাতে আমি খুশি।'

'দল হিসেবে আমাদের খেলা বাজে ছিল এবং আমরা এই আন্তর্জাতিক বিরতিতে এখানে আসার পর থেকে আমরা আমাদের সময় নেওয়ার চেষ্টা করেছি। এই সবই কোচের প্রয়োজনীয় পরীক্ষা করার অভিজ্ঞতা। এটা সহজ নয় এবং আমাদের সময় দিতে হবে,' যোগ করেন এই পিএসজি ডিফেন্ডার।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago