ইংল্যান্ডে ফিরলে নিচের সারির ক্লাবের কোচ হবেন মরিনহো

কোচিং ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়েছেন শীর্ষ সারির লিগগুলোতে। চলতি মৌসুমে দায়িত্ব নিয়েছেন তুর্কি লিগের ক্লাব ফেনারবাচের। আবারও কি ফিরবেন শীর্ষলিগে? বিশেষকরে ইংলিশ লিগে। যদি এমনটা হয় সেক্ষেত্রে ইংল্যান্ডের নিচের সারির কোনো ক্লাবের দায়িত্ব নিতে চান স্পেশাল ওয়ান।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একসময় এই দলটির কোচ ছিলেন মরিনহো। সাম্প্রতিক সময়ের বাজে পারফরম্যান্সে দলটির কোচ এরিক টেন হাগ রয়েছেন ছাঁটাইয়ের শঙ্কায়। এদিন তার দলটি ১-১ গোলে রুখে দিয়েছে ইংলিশ জায়ান্টদের।

আবারও ইংলিশ লিগে ফিরতে চান কিনা জানতে চাইলে মরিনহো বলেন, 'ফেনার ছেড়ে যাওয়ার সময় আমাকে সবচেয়ে ভালো যে জিনিসটি করতে হবে তা হলো আমি এমন একটি ক্লাবে যাব যেটা উয়েফা প্রতিযোগিতায় খেলবে না। তাই ইংল্যান্ডের নীচের একটি ক্লাব যার দুই বছরের জন্য একজন কোচের প্রয়োজন। আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না।'

তবে বরাবরের মতো এদিনই কিছু বিতর্কিত কাণ্ড করেছেন মরিনহো। ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দিলে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মরিনহো। তাতে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় তাকে। ম্যাচে তাই ফরাসি রেফারি ক্লেমঁ তুরপিঁকে খোঁচাও মেরেছেন তিনি।

'তিনি (রেফারি) আমাকে অসাধারণ কিছু বলেছেন। তিনি বলেছে যে সে পেনাল্টি বক্সে কি ঘটছে সেটায় নজর রাখার সাথে সাথে টাচলাইনে আমার গতিবিধিও নজরে রাখতে পারেন। আমি রেফারিকে তাই অভিনন্দন জানিয়েছি কারণ তার পেরিফেরাল ভিশন আসলেই অসাধারণ।'

'ঘন্টা প্রতি ১০০ মাইল বেগে চলা ম্যাচের মধ্যে সে তার একটা চোখ দিয়ে পেনাল্টি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, এক‌ই সময়ে আরেকটা চোখ দিয়ে ডাগ‌আউটে আমি কি করছি সেটা দেখছিল। মাঠে এই ব্যাখ্যাটাই সে আমাকে দিয়েছিল। আর একারণেই সে বিশ্বের সেরা রেফারি,' যোগ করেন এই কোচ।

একই সঙ্গে ইউনাইটেডকেও খোঁচা মারতে দ্বিধা করেননি মরিনহো, 'আমরা তাদের চেয়ে ভালো খেলেছি, সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো একটি ফল।' ইস্তাম্বুলে ইউনাইটেডের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফেনেরবাচে। ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ইউনাইটেড এগিয়ে গেলেও বিরতির পর ইউসেফ এন–নেসরির গোলে সমতায় ফেরে তুর্কি ক্লাবটি।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago