লা লিগায় নিজেদের ফেভারিট মানছেন না বার্সা কোচ

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে ফুটবল ক্লাব বার্সেলোনার। লা লিগায় ১১ রাউন্ডে এরমধ্যেই ৩৭টি গোল করে শীর্ষে রয়েছে দলটি। সবশেষ এল ক্লাসিকোতেও তারা উড়িয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। তাই লিগে এবার কাতালান ক্লাবটিকে ফেভারিট মানছেন সবাই। কিন্তু এমনটা ভাবছেন না দলের কোচ হ্যান্সি ফ্লিক।

গত মৌসুমটা শিরোপাশূন্য কাটিয়েছে বার্সেলোনা। তবে চলতি মৌসুমে ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকেই আশায় বুক বেঁধেছে দলটি। ফ্লিকের অধীনে রাতারাতি বদলে গেছে বার্সেলোনা। প্রায় প্রতি ম্যাচেই দাপুটে জয় তুলে নিচ্ছে দলটি। এরমধ্যেই লিগে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে পরিষ্কার ছয় পয়েন্টের লিড নিয়েছে দলটি। কিন্তু এতো কিছুর পর পা মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ।

লা লিগায় তারা ফেভারিট কিনা জানতে চাইলে ফ্লিক বলেন, 'এটা অনেক দীর্ঘ পথ, এখনও অনেক পথ (বাকি রয়েছে)। অনেক কিছুই ঘটতে পারে, যা আমরা চিন্তাও করতে পারি না। আমরা ভালো ছন্দে আছি এবং আমাদের একটি ধারা চলছে। আমাদের এটা চালিয়ে যেতে হবে। এটাই আমাদের পরিকল্পনা। ব্যাপারটা এমন যে আমরা সবসময় অভিনয় করেছি, যাতে আমরা পরের ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নিতে পারি।'

মূলত রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে দাপুটে জয়েই আশা বাড়িয়েছে বার্সার। দুটি দলের বিপক্ষেই চারটি করে গোল করেছে তারা। অথচ শেষ চারটি এল ক্লাসিকোতে হেরেছিল বার্সেলোনা। আর বায়ার্নের বিপক্ষে সেই ২০১৫ সালের পর জয়ই ছিল না। এরমধ্যে ছিল ৮-২ গোলের বিব্রতকর হারের স্মৃতিও।

তবে দলের এমন পারফরম্যান্সে উদযাপন করলেও দ্রুতই পরের ম্যাচের দিকে মনোযোগ দেওয়াকেই গুরুত্বপূর্ণ মানছেন এই জার্মান কোচ, 'আমরা যখন জিতেছি, তখন সেরা উদযাপন করাও ইতিবাচক ব্যাপার। কিন্তু এরপরই আমাদের পরের ম্যাচে ফোকাস করতে হবে। লিগ শেষ করার জন্য একটা দীর্ঘ, দীর্ঘ পথ পড়ে আছে সামনে।'

রোববার রাতে কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এই ম্যাচেও দারুণ কিছুর আশায় তাকিয়ে আছেন এই কোচ, 'আমি জানি এটার মানে কি, একটি ডার্বি, এস্পানিওল বনাম বার্সেলোনা। আমার মনে হয় এটা কঠিন একটি ম্যাচ হবে। পুরো এক সপ্তাহ বিশ্রামের পরে, আমি খেলোয়াড়দের কাছ থেকে আরও তীব্রতা আশা করি এবং আগামীকাল (আজ) তাদের তা দেখাতে হবে।'

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

9h ago