জিতেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। সেই ছন্দ ধরে রেখেই ডার্বি ম্যাচে শুরু করেছিল তারা। আধ ঘণ্টা যেতেই তিন গোলের লিড নিয়ে ফেলে দলটি। কিন্তু এরপর ধীরে ধীরে ছন্দ হারাতে থাকে দলটি। দ্বিতীয়ার্ধে উল্টো দাপট ছিল এস্পানিওলেরই। তাই জয় পেলেও সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক।

রোববার অলিম্পিক স্টেডিয়ামে লা লিগার ম্যাচের এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেছেন চলতি মৌসুমেই বার্সায় ফেরা দানি ওলমো। অপর গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাফিনিয়া। দ্বিতীয়ার্ধে এস্পানিওলের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন হ্যাভিয়ার পুয়াদো।

নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে ম্যাচ শেষে বার্সেলোনা কোচ বলেন, 'ডার্বি ম্যাচ সবসময়ই কঠিন। প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি, তবে দ্বিতীয়ার্ধে ভালো করতে পারিনি, যেমনটা আমরা সাধারণত খেলে থাকি। অনেক বল আমরা হারিয়েছি, মনোযোগ হারিয়েছি, তাড়না ছিল না ততটা এবং অনেক ভুল করেছি। এসব কারণেই এস্পানিওল একটি গোল শোধ করে দিতে পেরেছে। এখানে উন্নতি করতে হবে আমাদের।'

চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে বার্সেলোনার। রেড স্টার বেলগ্রেডের মাঠে খেলবে দলটি। সেই ম্যাচের আগেই শিষ্যদের গুছিয়ে নেওয়ার তাগিদ দিলেম এই কোচ, 'দ্বিতীয়ার্ধে আমরা ভালো করতে পারিনি। তবে দলকে বলেছি যে, এরকম মাঝেমধ্যে হতে পারে। এই পারফরম্যান্সও আজকে মেনে নিচ্ছি, কারণ শেষ পর্যন্ত দল জিতেছে এবং লিগে এখনও পর্যন্ত ছেলেরা দারুণ করে চলেছে। তবে বুধবার অবশ্যই আরও ভালো করতে হবে আমাদের।'

রিয়াল মাদ্রিদের মতো এদিন এস্পানিওলও বার্সেলোনার জালে দুইবার বল পাঠিয়েছিল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় গোল মিলেনি সফরকারীদের। ঝুঁকিপূর্ণ হলেও এই 'হাই লাইন' ডিফেন্সই নিজেদের কৌশল বলে জানালেন এই জার্মান কোচ, 'এটা (ঝুঁকি) আমাদের খেলার ধরনেরই অংশ। এভাবেই আমরা খেলি।'

সবমিলিয়ে এবার লা লিগায় উড়ন্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। এস্পানিওলের বিপক্ষে জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল তারা। যদিও একটি ম্যাচ কম খেলেছে রিয়াল।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago