ভিনিসিয়ুসের ঝলকের দিনে ৯ মাসের জন্য ছিটকে গেলেন মিলিতাও

eder militao

চ্যাম্পিয়ন্স লিগে বড় হারের ধাক্কা সামলে লা লিগায় ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে উড়িয়ে দিল তারা। এমন দাপটের দিনেও দলটির জন্য অস্বস্তির খবর ডিফেন্ডার এডার মিলিতাওর চোট। এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে ওসাসুনাকে হারায় রিয়াল। ভিনিসিয়ুস করেন দারুণ হ্যাটট্রিক। এই ম্যাচে প্রথমার্ধেই চোটে পড়েন দুই ব্রাজিলিয়ান। ২০ মিনিটে রদ্রিগো মাঠ ছাড়ার কিছু সময় পর মিলিতাওকে ফেলে দেন প্রতিপক্ষের এক খেলোয়াড়।

প্রচণ্ড আঘাত পাওয়া মিলিতাও চোখের জলে বেরিয়ে যান মাঠ ছেড়ে। তখনই আঁচ করা যাচ্ছিল বড় কোন সমস্যা হতে পারে তার। পরে রিয়াল বিবৃতিতে জানালো আসলেই সাংঘাতিক চোটে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, 'মিলিতাওর এসিএল ছিঁড়ে গেছে। এই চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে।' স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে মিলিতাওর  সেরে উঠতে অন্তত ৯ মাস লাগবে।

মিলিতাওর এমন চোট নতুন না। গত বছর বাম হাঁটুতে চোট পেয়েছিলেন। তখন বাইরে থাকতে হয়েছিলো সাত মাসের বেশি। এবার ডান হাঁটুর চোটে আরও বেশি সময়ের জন্য খেলার বাইরে থাকবেন গুরুত্বপূর্ণ এই ডিফেন্ডার।

এদিন বড় জয়ের পরও ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। তাদের থেকে ৬ পয়েন্ট বেশি আছে শীর্ষে থাকা বার্সেলোনার।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago