তবুও গ্যালারীতে 'নিষিদ্ধ' মেসির জার্সি দেখার আশায় স্কালোনি

বার্তাটা পরিষ্কার। ঘরের মাঠে বিন্দু মাত্র ছাড় দিতে নারাজ প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে পয়েন্ট চাই-ই তাদের। যে কারণে গ্যালারীতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছে তারা। কিন্তু লিওনেল মেসি তো এসব কিছুর ঊর্ধ্বে। তাই গ্যালারীতে আর্জেন্টাইন অধিনায়কের জার্সি দেখবেন বলেই প্রত্যাশা করছেন কোচ লিওনেল স্কালোনি।

স্তাদিও উয়েনো ডিফেনসোরেস দেল চাকোতে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলে ২০২৬ বিশ্বকাপ প্রায় নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের। অন্যদিকে জয় পেলে বিশ্বকাপে জায়গা পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে প্যারাগুয়েও।

তবে মেসি মাঠে নামলে প্রতিপক্ষদের গায়েও তার জার্সি দেখতে পাওয়া নিয়মিত ব্যাপারই। ফুটবল মূর্ছনার জাদুতে প্রতিপক্ষদের কাছ থেকেও ভালোবাসা আদায় করে নিয়েছেন। তাই স্কালোনি বলেন, 'যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী।

'অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই। এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না,' যোগ করেন স্কালোনি।

কয়েকদিন আগে স্থানীয় দর্শকদের আর্জেন্টিনার জার্সি পরে না আসতে অনুরোধ জানান প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া। এমনকি আর্জেন্টিনার জার্সি পরে আসলে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। কেবল প্যারাগুয়ের জার্সি পরেই ঢুকতে পারবেন সমর্থকরা।

এ প্রসঙ্গে ভিয়াসবোয়া বলেছিলেন, 'আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো জার্সি পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

উল্লেখ্য, ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ১০ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে প্যারাগুয়ে। ল্যাতিন আমেরিকা থেকে সরাসরি ছয়টি দলই খেলার সুযোগ পাবে।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

5h ago