আর্জেন্টিনাকে হারিয়ে দিল প্যারাগুয়ে

ম্যাচের প্রায় শুরুতেই পিছিয়ে পড়েছিল প্যারাগুয়ে। এরপর একটি দৃষ্টিনন্দন বাই সাইকেল কিক, আর একটি দুর্দান্ত হেড। তাতে দারুণ দুটি গোল মিলল স্বাগতিকদের। পরে দারুণ জমাট রক্ষণে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ দেন নস্যাৎ করে দেয় দলটি। তাতে অসাধারণ এক জয়ে সরাসরি বিশ্বকাপ খেলার আশা জোরালো করল প্যারাগুয়ে।

প্রতিপক্ষের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্যারাগুয়ের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। দলের হয়ে লাউতারো মার্তিনেজ গোল করে এগিয়ে দিয়েছেন। পরে এন্তনিও সানাব্রিয়া ও ওমর আলদেরেতের গোলে জয় মিলে স্বাগতিকদেরই।

ম্যাচের প্রথমার্ধে তবু কিছুটা গোছানো ফুটবল খেলতে পেরেছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে প্রায় বিবর্ণ। একের পর এক আক্রমণ চালালেও তা থেমেছে অ্যাটাকিং থার্ডেই। এরমধ্যে রয়েছে ফিনিশিংয়ের অভাবও। নিজের মধ্যে ছিলেন না দলের প্রাণভোমরা লিওনেল মেসি। সবমিলিয়ে খেসারৎ দিল দলটি।

তবে অষ্টম মিনিটেই পিছিয়ে পড়তে পারতো বিশ্বচ্যাম্পিয়নরা। দিয়েগো গোমেজের হেড লক্ষে থাকেনি। পরের মিনিটে মিগেল আলমিরনের বাইসাইকেল কিক নিকোলাস তাগলিয়াফিকোর মুখে লেগে বেরিয়ে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।

তবে একাদশ মিনিটে এগিয়ে যায় মেসির দল। এনজো ফার্নাদেজের বুদ্ধিদীপ্ত চিপ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন লাউতারো। যদিও শুরুতে অফসাইড ধরেছিলেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

১৯তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমে গুস্তাভো গোমেজের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ঠিকভাবে বিপদমুক্ত করতে না পারায় কয়েক জনের পা ঘুরে বল পেয়ে যান ভেলাসকেস। তার ক্রস থেকে অসাধারণ বাইসাইকেল কিকে বল জালে পাঠান সানাব্রিয়া।

ছয় মিনিট পর লক্ষ্যভ্রষ্ট শট নেন মেসি। ৪৪তম মিনিটে মেসির শট ব্লক হলে পেয়ে যান আলভারেজ। তবে দুরূহ কোণ থেকে নেওয়া তার শট ধরতে সমস্যা হয়নি গোলরক্ষক রোবার্তো ফার্নান্দেজের।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় প‍্যারাগুয়ে। গোমেজের ফ্রি কিক থেকে দারুণ এক ডাইভিং হেডে দলকে এগিয়ে দেন আলদেরেতে। ৬৯তম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন রদ্রিগো দি পল। গোলরক্ষককে একা পেয়েও উপর দিয়ে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন এই মিডফিল্ডার।

৭৯তম মিনিটে মেসির দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। আট মিনিট পর ফাঁকায় হেডের সুযোগ পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি বদলি খেলোয়াড় তাতি কাস্তেয়ানোস। যোগ করা সময়েও মিস করেন একটি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

হারলেও ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। এক ম‍্যাচ কম খেলা কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ছুঁয়ে ফেলার। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা দলটি আগামীকাল খেলবে উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে আসা প‍্যারাগুয়ের পয়েন্ট ১৬।

Comments

The Daily Star  | English

City services to stop unless Ishraque made mayor tomorrow: unions

Union leaders threaten to suspend services, including waste and power, if demands unmet by 10 am

19m ago