'অসাধারণ বছর' শেষে আরও উন্নতিতে নজর লাউতারোর

লিওনেল মেসির হাওয়ায় ভাসানো বলে লাফিয়ে শূন্যে উঠে দুর্দান্ত এক সাইড ভলি। বুলেট গতিতে বল খুঁজে নিল জাল। লাউতারো মার্তিনেজের এই অসাধারণ গোলেই পেরুর বিপক্ষে শেষ পর্যন্ত জয় মিলেছে আর্জেন্টিনার। বছরটি শেষ হলো দারুণভাবে। বিশেষকরে এই ইন্টার মিলান তারকার। তবে আরও উন্নতি করতে চান এই ফরোয়ার্ড।

দুর্দান্ত এই গোলে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন লাউতারো। আর্জেন্টিনার জার্সিতে এখন তার গোল সংখ্যা ৩২টি। জাতীয় দলে ঠিক এই পরিমাণ গোলই করেছিলেন ম্যারাডোনা। একই সঙ্গে এই গোল দিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন এই তারকা।

এর আগে বছরের মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ৫টি গোল দিয়ে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ফাইনালের জয়সূচক গোলটিও আসে তার কাছ থেকে। সবমিলিয়ে জাতীয় দলে চলতি বছরে ১৬ ম্যাচে করেছেন ১১টি গোল। আর্জেন্টিনার হয়ে এই বছর এরচেয়ে বেশি গোল করতে পারেনি কেউ। এরপরই আছেন ১০ ম্যাচে ৬ গোল করা মেসি।

এমন দারুণ একটি দিনে আবার গ্যালারীতে উপস্থিত ছিল লাউতারো পুরো পরিবার। যে কারণে উচ্ছ্বাসটা আরও বেশি তার, 'আমি খুশি কারণ আমার পুরো পরিবার এখানে এসেছে এবং আমি সবসময় আমার সেরাটা দিতে চাই। এই বছরটি খুব ইতিবাচক ছিল এবং ভাগ্যক্রমে আমরা জয় দিয়ে শেষ করেছি।'

তবে এখানেই তৃপ্ত নন লাউতারো। আরও বেশি উন্নতি করতে চান বলেই জানান তিনি। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপকাপে বলেন, 'পারফরম্যান্স, গোল ও ম্যাচের দিক থেকে এটা অসাধারণ একটা বছর ছিল। আমাদের খেলা চালিয়ে যেতে হবে এবং প্রতিনিয়ত উন্নতি করতে হবে।'

'সবাই আমাদের হারাতে চায়। আর্জেন্টিনা জাতীয় দল সবসময়ই প্রধান আলোচনার বিষয়। উন্নতি করার মতো অনেক কিছু আছে, তবে আমাদের এই পথেই চলতে হবে,' যোগ করেন এই ইন্টার মিলান ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

22h ago