বিশ্বকাপ স্মৃতি ফিরিয়ে এবার পেরুর ডিফেন্ডারকে 'বোবো' বললেন মেসি

কাতার বিশ্বকাপের কথা। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয়ের দিনে ভিন্ন মেজাজেই দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। গোল করে প্রতিপক্ষ কোচকে কটাক্ষ করে উদযাপন, এরপর ভাউট ভেগহোর্স্টকে 'বোবো' বা 'বোকা' বলে আলোচনার সৃষ্টি করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। এবার ঠিক তেমনভাবে পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানোকে 'বোবো' বললেন এই মহাতারকা।

বুধবার বাংলাদেশ সময় সকালে বুয়েইন্স আইরেসে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বাদশ রাউন্ডের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি পান লাউতারো মার্তিনেজ। জয় পেলেও গোলের জন্য বেশ ভুগতে হয়েছে তাদের।

এরমাঝেই এদিন মেজাজ হারান মেসি। ম্যাচের ৩৬তম মিনিটের ঘটনা। বল নিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ঢুকে পড়েছিলেন মেসি। তবে পেছন থেকে ট্যাকল করে বলের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন জামব্রানো। সে সময় তার হাত মুখে লাগে মেসি। অনেকটা 'থাপ্পড়ের' মতো। বিষয়টি ভালোভাবে দেখেননি ইন্টার মায়ামি তারকা। তখনই পেরুর এই ডিফেন্ডারের সঙ্গে চটকদার বাক্য বিনিময় হয় মেসির।

প্রথমে চড়ের ধাক্কা কাটিয়ে দূর থেকে জামব্রানোকে দেখছিলেন। এরপর হাঁটতে হাঁটতে বলেন, 'তুমি কি করছ, বোকা?' ঠিকই একই বাক্য কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভেগহোর্স্টকে দেখে বলেছিলেন মেসি। সেই ফুটেজ তখন রীতিমতো ভাইরাল হয়ে পড়ে।

এমন দিনে নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। লাউতারোর দর্শনিও গোলের যোগানদাতা ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে ৫৮তম অ্যাসিস্ট তার। তাতে ছুঁয়ে ফেললেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানকে। অবশ্য তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে মেসির সামনে।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago