নেইমারের ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

আরও একটি হোঁচট ব্রাজিলের। আবারও ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে দলটি। তাতে দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে সেলেসাওরা। দলের অবস্থার উন্নতি করতে নেইমারকে পেতে মুখিয়ে আছে দলটি। কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। তবে আগামী বছর তাকে পেতে দারুণ আশাবাদী কোচ দরিভাল জুনিয়র।

ক্লাবের চেয়ে জাতীয় দলে বরাবরই বেশি উজ্জ্বল থাকেন নেইমার। অন্তত পরিসংখ্যান তাই বলে। জাতীয় দলের জার্সিতে ১২৮ ম্যাচেই করে ফেলেছেন ৭৯টি গোল। ব্রাজিলের গোলদাতাদের মধ্যে সর্বোচ্চ। এমনকি গোলে সহায়তাতেও তার উপরে নেই কেউ। ৫৭টি অ্যাসিস্ট রয়েছে তার। এমন খেলোয়াড়ের অনুপস্থিতি স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তার বিষয় তাদের জন্য। 

অথচ এক বছরের বেশি সময় মাঠের বাইরে কাটিয়ে কদিন আগেই খেলায় ফিরেছিলেন নেইমার। কিন্তু ফেরাটা সুখকর হয়নি। ফের ইনজুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান। তাতে অপেক্ষা বেড়েছে তার জাতীয় দলে ফেরার। তবে পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে তাকে সম্পূর্ণ ফিট পাবেন বলেই আশা করছেন ব্রাজিল কোচ।

বুধবার উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর নেইমারকে নিয়ে দরিভাল বলেন, 'তার প্রতি আমার মুগ্ধতা আমি কখনোই লুকিয়ে রাখিনি। আমরা সবাই জানি সে কতটা সক্ষম। আমি চাই সে এমন সময়ে দলে ফিরুক যখন দল তাকে সমর্থন করতে পারবে। আমি আশা করি যে মার্চ মাসে বা পরের বছর সে আবার ফিরবে। আমরা চাই সে যেন পুরোপুরি ফিট থাকে যাতে তার সেরাটা খেলতে পারে।'

নেইমারকে পেলে দল আরও ভালো পারফর্ম করবে বলে বিশ্বাস করেন এই কোচ, 'নেইমারকে পেলে জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে তখন (আগের আন্তর্জাতিক বিরতিতে) তার ফেরার চিন্তা করা খুব তাড়াতাড়ি হয়ে যেত। যদি সে ফিট হয়, তবে সে এরমধ্যেই আমাদের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে।'

এবার জাতীয় দল যখন ঘোষণা হয়, তখন ফিট ছিলেন নেইমার। তবে তাকে দলে রাখেননি দরিভাল। মূলত তার ক্লাব আল-হিলালের অনুরোধেই তাকে দলে রাখেননি বলে জানান এই কোচ। আর তাকে দলে না রাখার সিদ্ধান্ত যে সঠিক ছিল তাও বলেন তিনি, 'গতবার তাকে ডাকার ক্ষেত্রে আমরা ঠিক ছিলাম, বিশেষ করে পরে যা ঘটেছে, তার ইনজুরির কারণে।'

'আমরা খুব সতর্ক এবং নিরাপদ ছিলাম, কারণ আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। আমরা সঠিক পন্থা গ্রহণ করেছি। প্রথমে, আমরা চাই সে ক্লাবে তার অবস্থা পুনরুদ্ধার করুক, এবং তারপর সে জাতীয় দলে ফিরে আসবে, কারণ সে অপরিহার্য, হ্যাঁ। আমার কোনো সন্দেহ নেই যে সে আসলে দল আরও বাড়তে থাকবে,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English
Rice_market

Development is not just about macroeconomic progress

Do macroeconomic concepts reflect the realities on the ground?

13h ago