আবারও এমবাপের পেনাল্টি মিস, পাশে দাঁড়ালেন আনচেলত্তি

kilian mbappe

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন কিলিয়ান এমবাপে। এরপর স্প্যানিশ লা লিগায় ফিরে এক ম্যাচে পেনাল্টি শট নেননি তিনি, এক ম্যাচ পর আবার তার সামনে যখন এলো পেনাল্টি নেওয়ার সুযোগ। সেটা ফের হাতছাড়া করে রিয়াল মাদ্রিদের হতাশার কারণ হয়েছেন তিনি। এমবাপের এমন হতাশার মাঝে তাকে সমর্থন দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার রাতে অ্যাতলাতিকো বিলবাওর মাঠে গিয়ে ২-১ গোলে হেরে গেছে চ্যাম্পিয়ন রিয়াল। এতে পয়েন্ট টেবিলে বার্সেলোনা থেকে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে তারা।

 ৫৩ মিনিটে বিলবাও এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় রিয়াল। পেনাল্টি পেয়েও তা মিস করেন, ৬৭ মিনিটে তার এমন ভুলে তৈরি হয় হতাশা। ৭৮ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে সমতায় ফিরলেও ৮০ মিনিটে ফের গোল করে ম্যাচ নিশ্চিত করে নেয় বিলবাও।

আরও একবার পেনাল্টি মিস করা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোচ আনচেলত্তি বলছেন, 'অবশ্য (এমবাপে) বিমর্ষ, হতাশ। কিন্তু সে চালিয়ে যাবে।'

'সে সেরা অবস্থায় নেই কিন্তু তাকে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। সে ১০টা গোল করেছে। সে আরও ভালো করতে পারে, সে কাজ করছে।'

বিলবাওর মাঠে গিয়ে হারার পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিলেন রিয়াল কোচ, 'এটা সমান সমান লড়াই ছিলো। অ্যাতলেটিকো খুব বিপদজনক দিল। বিশেষ করে নিজেদের মাঠে। আমার কাছে মনে হয় ড্র হওয়া উচিত ছিলো। আমরা লড়াই করেছি, আরও ভালো ফলাফল আসতে পারত।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

7h ago