গুগল সার্চে শীর্ষ ফুটবলার ইয়ামাল

বয়স মাত্র ১৭। এরমধ্যেই ফুটবল বিশ্বে তারকা খ্যাতি পেয়ে গেছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। আর এই খ্যাতি এতো উচ্চতায় পৌঁছেছে যে, গুগলে ২০২৪ সালে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এই তরুণকে।

প্রতি বছরের শেষ দিকে ইয়ার ইন সার্চ রিপোর্ট প্রকাশ করে গুগল। মূলত বিশ্বজুড়ে লোকেরা যে সকল বিষয়গুলো খোঁজার চেষ্টা করে তার একটি তালিকা তৈরি করে কোম্পানিটি। যেখানে দেখা গিয়েছে ফুটবলারদের মধ্যে মানুষজনের আগ্রহের শীর্ষে ছিলেন ইয়ামাল।

অ্যাথলেটদের সেরা দশে মোট তিনজন ফুটবলার রয়েছেন। তিনজনই স্পেনের। ইয়ামালের জাতীয় দলে সতীর্থ নিকো উইলিয়ামসের অবস্থান ছয় নম্বরে। ১০ নম্বরে আছেন চলতি বছরের ব্যালন ডি'অর জয়ী ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি।

তবে সবমিলিয়ে অ্যাথলেটদের মধ্যে তিন নম্বরে আছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে এক নম্বরে আছেন অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। তার লিঙ্গ পরিচয় নিয়ে অনেক দিন থেকেই চলছে নানা বিতর্ক। যে কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

তারপরই আছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। ১৯ বছর পর রিংয়ে ফিরে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। চার নম্বরে আমেরিকান জিমনাস্ট সিমনে বাইলস। তার পর আছেন বক্সার জ্যাক পল। সেরা দশে দুইজন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শশাঙ্ক সিং আছেন যথাক্রমে সাত ও নয় নম্বরে।

  

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago