জাভির বার্সার চেয়ে ভালো অবস্থানে নেই ফ্লিকের বার্সা

চলতি মৌসুমের শুরুটা কী দারুণ ভাবেই না করেছিল বার্সেলোনা। একের পর এক উড়ন্ত জয়। তাতে নতুন এক স্বপ্নে বিভোর ছিল কাতালানরা। কিন্তু আদতে তেমন কোনো পরিবর্তনই হয়নি ক্লাবটির। গত মৌসুমের এমন সময় ঠিক একই জায়গায় ছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা।

লা লিগায় এখন পর্যন্ত ১৮ রাউন্ডের খেলা শেষ হয়েছে। যেখানে বার্সেলোনার সংগ্রহ ৩৮ পয়েন্ট। গত মৌসুমে জাভির অধীনে ১৮ রাউন্ড শেষে ঠিক এই পরিমাণ পয়েন্টই পেয়েছিল দলটি। পার্থক্য হলো এই মৌসুমে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও খুব একটা ভালো অবস্থানে নেই। গত মৌসুমে এই সময় তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

কিন্তু শুরুটা ভালো না হলেও সাম্প্রতিক সময়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকলেও লিগে খুব একটা পিছিয়ে নেই দলটি। আদতে শীর্ষে থাকা বার্সার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি ম্যাচ কম খেলেছে লস ব্লাঙ্কোসরা। সেই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে যাবে দলটি।

অন্যদিকে ঠিক উল্টো অবস্থানে বার্সা। শেষ ছয় ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে তারা, যেখানে সম্ভাব্য ১৮ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ ছিল তাদের। আগের দিন প্রায় অবনমন অঞ্চলে থাকা লেগানাসের কাছে ০-১ গোলের ব্যবধানে হেরেছে তারা। তাও আবার ঘরের মাঠে।

একটি ক্ষেত্রে অবশ্য কিছুটা উন্নতির কথা বলতে পারেন বার্সেলোনা কোচ ফ্লিক। তার অধীনে এখন পর্যন্ত মোট ৫০টি গোল করেছে, যেখানে হজম করেছেন ২০টি গোল। অন্যদিকে এই সময় গত মৌসুমে জাভির বার্সা গোল করতে পেরেছিল ৩৪টি। তার দল গোল হজম করেছিল ২১টি।

তবে চ্যাম্পিয়ন্স লিগে বেশ ভালো অবস্থানে রয়েছে ফ্লিকের বার্সেলোনা। যদিও এবার সংস্করণ পুরোপুরিই বদলে গিয়েছে। আর সেখানে সেখানে সরাসরি সেরা আটে থেকে নকআউট রাউন্ডে ওঠার কাছাকাছি দলটি। ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অবশ্য জাভির দলও গত মৌসুমে প্রথম পর্ব উৎরেছিল। কিন্তু শেষ ষোলোতে মুখ থুবড়ে পড়ে দলটি। এখন দেখার বিষয় ফ্লিকের বার্সা কেমন করে নকআউট পর্বে।

Comments