হালান্ডের পেনাল্টি মিস, ফের হোঁচট ম্যানসিটির

একের পর এক হার ও হোঁচটে বেহাল অবস্থা ম্যানচেস্টার সিটির। সেই দুরবস্থা আরও বৃহৎ করলেন দলের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ড। এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন পেনাল্টি মিস করে। যার খেসারৎ হাড়েহাড়ে দিয়েছে দলটি। ফের হোঁচট খেয়েছে টানা চারবারের চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধেই হয় গোল দুটি। ১৩তম মিনিটে বের্নার্দো সিলভার গোলে পিছিয়ে পড়লেও ইলিমান এনডিয়ায়ের দেওয়ার ৩৬তম মিনিটের গোলে সমতায় ফেরে এভারটন।
এ নিয়ে শেষ ১৩ ম্যাচের ১২টিতেই জয়হীন রইল সিটি। যেখানে তারা হেরেছেই ৯টি ম্যাচে। যদিও এই ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে দলটি। তবে কেবলই সাময়িক সময়ের জন্য। অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল জয় পেলে পেছনে পরে যাবে তারা। এমনকি ফুলহ্যাম ও ব্রাইটন বড় জয় পেলে গোল ব্যবধানে পেছনে ফেলবে সিটিকে।
তবে ম্যাচে স্পষ্ট প্রাধান্য বিস্তার করেই খেলেছিল ম্যানসিটি। ৬৬ শতাংশ সময় বলের দখল রেখে মোট ২৪টি শট নিয়েছিল দলটি। তবে লক্ষ্যে রাখতে পারে ৫টি। সেখান থেকে কেবল একটি গোলই মিলে তাদের। সেখানেও রয়েছে ভাগ্যের ছোঁয়া। বের্নার্দোর শট জারাদ ব্র্যাথওয়েটের পা লেগে দিক না বদলে গেলে হয়তো ধরে ফেলেতে পারতেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
পয়েন্ট হারানোর জন্য অবশ্য নিজেকে কাঠগড়ায় তুলতেই পারেন গোলদাতা বের্নার্দো। ৩৩তম মিনিটে দিনের সেরা সুযোগটি নষ্ট করেন তিনি। হালান্ডের কাছ থেকে তাকে একেবারে ফাঁকায় পাস দিয়েছিলেন ফিল ফোডেন। কিন্তু অবিশ্বাস্যভাবে বাইরে মারেন এই পর্তুগিজ। তবে ভাগ্যও সঙ্গ দেয়নি দলটিকে। তৃতীয় মিনিটেই গাভার্ডিওলের হেড বারপোস্টে লেগে ফিরে আসে।
তবে বের্নার্দো বড় সুযোগ নষ্ট করার তিন মিনিট পর উল্টো গোল হজম করে বসে সিটি। ডান প্রান্ত থেকে আব্দুলায়ে ডকুরের ক্রস ঠেকাতে পারেননি সিটি ডিফেন্ডার রিকো লুইস। তার পেয়ে লেগে চলে যায় বাঁ প্রান্তে ফাঁকায় থাকা এনডিয়ায়ের কাছে। বুলেট গতির শটে সিটিজেনদের স্তব্ধ করে দেন সেনেগালের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রেখেই খেলতে থাকে সিটি। ৫৩তম মিনিটে সুযোগও আসে। স্যাভিনিওকে ডি-বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন তিনি। তার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক পিকফোর্ড। আলগা বলে হেড দিয়ে হালান্ডকে বল দিয়েছিলেন বের্নার্দো। তবে হালান্ডের হেডে বল জালে গেলেও অফসাইডের কারণে গোল মিলেনি।
Comments