মদ্রিচ ফুটবলের জন্য এক উপহার: আনচেলত্তি

Luka Modric

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি দলের অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচকে 'ফুটবলের জন্য এক উপহার' হিসেবে আখ্যা দিয়েছেন। কোপা দেল রেতে ডেপোর্তিভা মিনেরার বিরুদ্ধে রিয়ালের বড় জয়ে অবদান রাখা মদ্রিচের প্রশংসায় ভাসেন তিনি খেলার পর।

লস ব্ল্যাঙ্কোস তাদের চতুর্থ বিভাগের প্রতিপক্ষকে সোমবার রাতে ৫-০ গোলে পরাজিত করে কোপা দেলরেতে শেষ ষোলোতে যোগ্যতা অর্জন করে। এই ম্যাচে মদ্রিচ শুরুর একাদশে থেকে দলকে নেতৃত্ব দেন এবং সুন্দরভাবে কার্ভ করা একটি ফিনিশের মাধ্যমে চতুর্থ গোলটি করেন।

৩৯ বছর বয়সী এই তারকা এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৬টি ম্যাচে মাত্র ১১টি ম্যাচে প্রথম একাদশে ছিলেন। তবুও তার প্রভাব এবং পেশাদারিত্ব আনচেলত্তির দৃষ্টি এড়ায়নি। মাদ্রিদ বস বলেন, '[লুকা] ফুটবলের জন্য এবং এমনকি যারা এটি ঘনিষ্ঠভাবে উপভোগ করতে পারে তাদের জন্যও একটি উপহার। সমর্থকরা, খেলোয়াড়রা, কোচ... আমার জন্য, এটি একটি দুর্দান্ত উপহার।'

'এই ধরনের ম্যাচের জন্যও সে যেভাবে প্রস্তুতি নেয় - যেন এটি একটি ফাইনাল। এটি আমাদের তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ।'

এদিন মদ্রিচের মিডফিল্ড পার্টনার ফেডেরিকো ভালভার্দে সব প্রতিযোগিতায় তার সপ্তম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যান। উরুগুয়েয়ান আন্তর্জাতিক খেলোয়াড় মাত্র চার মিনিট চল্লিশ সেকেন্ডে গোল করেছিলেন, যা এই মৌসুমের কোপা দেল রের সবচেয়ে দ্রুততম গোল।

ভালভার্দে বলেন, 'দলের জন্য গোল অবদান রেখে আমি খুশি, কিন্তু আমার কাজ আলাদা; প্রতিরক্ষা করা এবং সহায়তা করা। আমি খুশি যে কোচ প্রতিটি ম্যাচে আমাকে বিবেচনায় রাখেন, যে তিনি আমার উপর আস্থা রাখেন তাতে আমি সবসময় খুশি।'

রিয়ালের ৫-০ গোলের জয়ে এদিন জোড়া করেন আর্দা গুলের। এছাড়া আরেক গোল করেন এদওয়ার্দু কামাভিঙ্গা। 

Comments

The Daily Star  | English

Please don't resign: An appeal to Prof Yunus

A captain cannot abandon ship, especially when the sea is turbulent

9h ago