'মেসির পর ইয়ামালই বিশ্বের সেরা'

একটি গোল করেছেন। করিয়েছেন আরও একটি। পরিসংখ্যানের চেয়েও মুখ্য ছিল ধারাবাহিকভাবে লামিনে ইয়ামালের উজ্জীবিত পারফরম্যান্স। তাতে মনে করিয়ে দিচ্ছে লিওনেল মেসির কথা। বার্সার সাবেক ১০ নম্বরকে বিশ্বের সেরা খেলোয়াড় মেনে তার পরেই এই ইয়ামালকে তার পরেই রাখছেন সতীর্থ গাভি।
বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রে'র ম্যাচে রিয়াল বেতিসকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। ম্যাচে ইয়ামালের সঙ্গে দারুণ পারফর্ম করেছেন গাভিও। পেয়েছেন গোলও। চোট কাটিয়ে ওঠার পর এদিন পুরনো ছন্দে দেখা গিয়েছে এই তরুণকে।
তবে আলোচনা ওই ইয়ামালকে নিয়েই। বার্সেলোনার প্রতিটি জয়েই দুর্দান্ত পারফর্ম করা এই তরুণকে নিয়ে মূল্যায়ন কোর্টে বলা হয় তার সতীর্থ গাভিকে। তার উত্তর, 'আমার কাছে সে বিশ্বের সেরা, মেসির পরে।'
পরবর্তী প্রশ্নে আরও সতর্ক হয়ে গাভি বললেন, 'লামিন খুব ভালো, বর্তমানে সেরা। তবে মেসির সাথে তার তুলনা করা বোকামি। মেসি এক এবং অদ্বিতীয়। যেমন জাভি, ইনিয়েস্তা, বা বুসকেতস একজনই থাকবে। আমাদের নিজেদের পথ তৈরি করতে হবে।'
গাভির এই মন্তব্য মনে করিয়ে দেওয়া হয় তাদের কোচ হ্যান্সি ফ্লিককে। একই সুরে কথা বলেন তিনিও, 'গাভি খুব আবেগপ্রবণ। তবে হ্যাঁ, আমার উত্তরও হ্যাঁ। বড় ম্যাচে আমরা দেখেছি কীভাবে দারুণ প্রতিভাগুলো উজ্জ্বল হয়ে ওঠে। আমরা এটি অনেক ম্যাচে দেখেছি, কিন্তু আমাদের তার যত্ন নিতে হবে।'
ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত তাদের আরেক সতীর্থ পাউ কুবারসিও। লামিনের বর্তমান অবস্থান নিয়ে তাকে প্রশ্ন করা হলে, অন্যতম স্মরণীয় মন্তব্য করেন এই তরুণ, 'লামিন? আমি তাকে অনেক বছর ধরে উপভোগ করেছি, আর এখন সবাই উপভোগ করছে।'
Comments