ইপ্সউইচকে বিধ্বস্ত করে গার্দিওলা বললেন, 'ম্যানসিটি ফিরে এসেছে'

মাঝে সময়টা একেবারেই নিজেদের মতো যাচ্ছিল ম্যানচেস্টার সিটির। একের পর এক হার ও ড্রয়ে বিপর্যস্ত হয়ে শিরোপা লড়াই থেকে এক প্রকার ছিটকে গিয়েছিল দলটি। তবে আগের দিন ইপ্সউইচ টাউনকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। এমন জয়ের পর কোচ পেপ গার্দিওলা বললেন, 'ম্যানসিটি ফিরে এসেছে'।

রোববার রাতে পোর্টম্যান রোডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইপ্সউইচ টাউনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আবার পুরনো রূপে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে প্রিমিয়ার লিগের সেরা চারেও ফিরে এসেছে দলটি। যদিও এক ম্যাচ বেশি খেলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২।

সিটির এই দুর্দান্ত পারফরম্যান্সের রাতে স্বস্তির খবর রয়েছে আরও একটি। গত মৌসুমের সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া ফিল ফোডেন যেন নিজেকে ফিরে পেয়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি গোল। গোল পেয়েছেন আর্লিং হালান্ডও।

শেষ দুই মাসে এমন দলগত পারফরম্যান্স আর করতে পারেনি সিটি। যা দলটিকে আশা দেখাচ্ছে। গার্দিওলার ভাষায়, 'আমরা খুবই আনন্দিত। গত দশ বছরে যে জিনিসগুলো আমাদের দলকে সংজ্ঞায়িত করেছে, আমরা সেগুলো আবার করতে শুরু করেছি। এই তিন পয়েন্ট এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যোগ্যতা অর্জনের পথে এগোনো—সবকিছুতে আমরা খুবই সন্তুষ্ট।'

কিছুদিন আগে দ্বিতীয় সারির দল সেলফোর্ডের বিপক্ষে ৮-০ ব্যবধানে জিতলেও সন্তুষ্ট ছিলেন না গার্দিওলা। তবে এদিনের পারফরম্যান্সে মন ভরেছে তার, 'অনেক ভালো হয়েছে। হয়তো আমাদের সেরা নয়, কিন্তু ধারাবাহিকতার দিকে অনেক কাছাকাছি। বলের সঙ্গে সবাই ছিলো বুদ্ধিদীপ্ত, দ্রুত, কার্যকর। সবাই যেন একসূত্রে বাঁধা। আপনি রক্ষণে সংযুক্ত না থাকলে দ্রুত, বুদ্ধিমান হতে পারবেন না এবং ভালো খেলা সম্ভব নয়।'

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

41m ago