আমরাই ম্যানইউর ইতিহাসের সবচেয়ে বাজে দল: আমোরি

স্যার ম্যাট বাসবি থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন পর্যন্ত অনেক কিংবদন্তি কোচদের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেড গড়েছে অনন্য এক গৌরবগাঁথা। সেই ক্লাবটি এখন রীতিমতো ধুঁকছে। একের পর এক হারে রীতিমতো রেলিগেশন চোখ রাঙাচ্ছে। কোচ রুবেন আমোরি তাই বলেই ফেললেন, 'আমরাই হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল'।
২০টি ইংলিশ লিগ শিরোপা, ১২টি এফএ কাপ, ৩টি ইউরোপিয়ান কাপসহ অসংখ্য ট্রফি জয় করা ইউনাইটেড ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই ধারাবাহিকতা হারিয়েছে। প্রতিটি মৌসুমই যেন তাদের জন্য এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। যেই কোচরা অন্য ক্লাবে সফলতার ফুলঝুরি ছুটিয়েছেন, তারা এই ক্লাবে এসে ব্যর্থ!
যেই ওল্ড ট্র্যাফোর্ড, একসময় প্রতিপক্ষের জন্য 'থিয়েটার অফ ড্রিমস' নামে পরিচিত ছিল, এখন নিজেদের দলের জন্যই হতাশার মঞ্চে পরিণত হয়েছে। এই মৌসুমে প্রিমিয়ার লিগে ছয়টি হোম ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে ইউনাইটেড। ক্লাবটির বর্তমান অবস্থার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যায় কোচের মন্তব্যে।
রোববার ব্রাইটনের বিপক্ষে হতাশাজনক ৩-১ গোলের পরাজয়ের পর যান ভাষাই হারিয়ে ফেলেন আমোরি, 'আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল। আমি জানি আপনারা শিরোনাম চাইছেন, তাই বলছি। আমাদের এটা স্বীকার করতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এই নিন, আপনার শিরোনাম।'
'ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্তের জন্য এটি কেমন হতে পারে, কল্পনা করুন। আমার জন্য এটি কেমন, কল্পনা করুন। নতুন কোচ এসে আগের কোচের চেয়ে বেশি হারছে। আমি এটা পুরোপুরি জানি,' যোগ করেন ইউনাইটেড কোচ।
এই মৌসুমে ইউনাইটেড ঘরের মাঠে ছয়টি লিগ ম্যাচ হেরেছে, যা ১৮৯৩-৯৪ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে শুরু। এছাড়া, লিগের ২২ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে দলটি, যা ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রিমিয়ার লিগে দ্রুত ডাবল ডিজিট পরাজয়ের নজির।
বর্তমানে পয়েন্ট টেবিলের ১৩তম স্থানে আছে আমোরির দল। যদিও রেলিগেশন জোন থেকে ১০ পয়েন্ট উপরে আছে তারা। তবে রোববারের পারফরম্যান্সের ভিত্তিতে মনে হচ্ছে সেই লড়াইয়ে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে দলটি।
'প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচে আমরা মাত্র দুটি জিতেছি। সবাই প্রত্যাশার নিচে পারফর্ম করছে, যে পরিস্থিতিই হোক না কেন। আমাদের এটা মেনে নিতে হবে এবং পরিবর্তন আনতে হবে। এতগুলো ম্যাচ হারা অগ্রহণযোগ্য, যেকোনো প্রিমিয়ার লিগ ক্লাবের জন্য। ম্যানচেস্টার ইউনাইটেড হলে তা আরও বেশি। এটা খুব কঠিন সময়, তবে আমাদের চালিয়ে যেতে হবে, অন্য কোনো উপায় নেই,' বলেন আমোরি।
Comments