ডর্টমুন্ডের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে টেন হাগ

অনেক দিন থেকেই গুঞ্জন ছিল বরুশিয়া ডর্টমুন্ডের পরবর্তী কোচ হতে যাচ্ছেন এরিক টেন হাগ। সেই গুঞ্জন আরও বেড়েছে তুর্কি কোচ নুরি শাহিনের ছাঁটাইয়ের পর। ডর্টমুন্ডের কোচ হওয়ার তালিকায় সবার উপরে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচের নাম রয়েছে বলে জানিয়েছেন স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গ।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ক্লাব বোলোনার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে গতবারের ফাইনালিস্টরা। সেই হারের পর তুর্কি কোচ নুরি শাহিনকে বরখাস্ত করে জার্মান ক্লাবটি। ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক লার্স রিকেনের মতে, দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ডর্টমুন্ডের কোচ হওয়ার শীর্ষ প্রার্থী টেন হাগ। এই ডাচ কোচের চাহিদা দীর্ঘমেয়াদি চুক্তি বলে জানিয়েছে তারা। তবে এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টেন হাগের ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, বোলোনার ম্যাচের পর ইতালির টিম হোটেলে খেলোয়াড় ও কোচদের এই সিদ্ধান্ত জানানো হয়। ডর্টমুন্ড দল জার্মানিতে ফিরে গেলেও, শাহিন ও তার কোচিং স্টাফ আলাদাভাবে বিদায় নেন। মাত্র ছয় মাস আগে কোচের দায়িত্ব গ্রহণ করা শাহিনের অধীনে ডর্টমুন্ড বুন্ডেসলিগায় দশম এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৩তম স্থানে রয়েছে। এছাড়া, ডিএফবি পোকালের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছে দলটি।

ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক রিকেন এক বিবৃতিতে বলেন, 'আমরা নুরি শাহিনের কাজকে অত্যন্ত মূল্য দিই এবং দীর্ঘমেয়াদি সফলতার প্রত্যাশা করেছিলাম। তবে টানা চার পরাজয় এবং সাম্প্রতিক নয় ম্যাচে মাত্র একটি জয় আমাদের লক্ষ্য পূরণে সংশয় তৈরি করেছে। ফলে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।'

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

59m ago