রোমাঞ্চকর শেষ রাউন্ডের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ

নতুন নিয়মে এবার ৩৬ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব। আর এই পর্ব দারুণ জমে উঠেছে। নকআউট পর্ব নিশ্চিত হওয়ার ভাগ্য এখনও ঝুলে আছে ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের। এক আসর আগেই যারা চ্যাম্পিয়ন হয়েছে। ফরাসি জায়ান্ট পিএসজির ভাগ্যও দোদুল্যমান। তবে নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে ১৮টি দলের। তবে শীর্ষ নিশ্চিত হয়েছে কেবল দুটি। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের শেষ দিনটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ।

শেষ দিনে ৩৬টি দলের মধ্যে ২৫টি এখনও তাদের ভাগ্যের জন্য অপেক্ষা করছে। কেবল নির্ভার লিভারপুল ও বার্সেলোনা। এরমধ্যেই শীর্ষ আট নিশ্চিত তাদের। শেষ রাউন্ডের ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময়ে। আগামী বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলো ১৬টিতে কিছু না কিছু থাকছে। সেই ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করছে কারো নকআউট পর্ব, কারো শীর্ষ আট নিশ্চিত করার সমীকরণ।

চ্যাম্পিয়ন্স লিগে এবার সবমিলিয়ে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে মোট ১৮টি দলের। লিভারপুল ও বার্সেলোনা ছাড়া এ তালিকায় রয়েছে আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বায়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেয়েনুর্ড, লিল, ব্রেস্ট, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও সেল্টিক। এদের প্রত্যেকেরই আবার সুযোগ রয়েছে শীর্ষ আটে জায়গা করে নেওয়ার সুযোগও

এখনও সুতোয় ঝুলে আছে নয়টি দলের ভাগ্য। যেখান থেকে কেবল ছয়টি দল জায়গা পাবে শীর্ষ চব্বিশে। ম্যানচেস্টার সিটি ও পিএসজি এছাড়াও এই তালিকায় রয়েছে পিএসভি, ক্লাব ব্রুস, বেনফিকা, স্পোর্টিং লিসবন, স্টুটগার্ট, দিনামো জাগরেব ও শাখতার দোনেৎস্ক। তবে এরমধ্যেই বাদ পড়েছে বোলোনা, স্পার্টা প্রাগ, লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টর্ম গ্রাজ, সালজবার্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ।

কোন দলগুলো যোগ্যতা অর্জন করেছে - এবং কারা বাদ পড়েছে?

শীর্ষ আট নিশ্চিত: লিভারপুল ও বার্সেলোনা।

শীর্ষ ২৪ নিশ্চিত (কমপক্ষে): আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বায়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেয়েনুর্ড, লিল, ব্রেস্ট, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও সেল্টিক।

অগ্রগতির অনিশ্চয়তায়: পিএসভি, ক্লাব ব্রুস, বেনফিকা, পিএসজি, স্পোর্টিং লিসবন, স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব ও শাখতার দোনেৎস্ক।

বাদ পড়েছে: বোলোনা, স্পার্টা প্রাগ, লাইপজিগ, জিরোনা, রেড স্টার বেলগ্রেড, স্টর্ম গ্রাজ, সালজবার্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়ং বয়েজ।

শেষ দিনের ম্যাচ (বুধবার, ২৯ জানুয়ারি)

অ্যাস্টন ভিলা - সেল্টিক

বায়ার লেভারকুসেন - স্পার্টা প্রাগ

বরুশিয়া ডর্টমুন্ড - শাখতার দোনেৎস্ক

ইয়াং বয়েজ - রেড স্টার

বার্সেলোনা - আতালান্তা

বায়ার্ন মিউনিখ - স্লোভান ব্রাতিস্লাভা

ইন্টার মিলান - মোনাকো

সালজবার্গ - অ্যাতলেতিকো মাদ্রিদ

জিরোনা - আর্সেনাল

দিনামো জাগরেব - এসি মিলান

জুভেন্তাস - বেনফিকা

লিল - ফেইনুর্ড

ম্যানচেস্টার সিটি - ক্লাব ব্রুস

পিএসভি আইন্দহোভেন - লিভারপুল

গ্র্যাজ - লাইপজিগ

স্পোর্টিং লিসবন - বোলোনা

ব্রেস্ট - রিয়াল মাদ্রিদ

স্টুটগার্ট - পিএসজি।

Comments