নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তি বাতিল

Neymar

মোটা অঙ্কের টাকায় ২০২৩ সালে পিএসজি ছেড়ে সবাইকে অবাক করে সৌদি আরবের আল-হিলালে যোগ দিয়েছিলেন নেইমার। তবে একের পর এক চোটে দলটির তেমন আলো ছড়ানোর সুযোগই পেলেন না তিনি। অবশেষে নেইমারের সঙ্গে চুক্তি বাতিলের খবর দিয়েছে আল-হিলাল।

গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল হিলাল জানায় পারষ্পারিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল হয়েছে, তারা নেইমারকে জানায় শুভকামনা, ' আল হিলালে নেইমার যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।'

২০২৩ সালে ৩২ পেরুনো ব্রাজিলিয়ান সুপারস্টার বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলার চুক্তিতে আল-হিলালে যোগ দেন। নানাবিধ চোট মিলিয়ে কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন তিনি।

হাঁটুর চোটে লম্বা সময় বাইরে থাকার পর গত অক্টোবরে ফিরে দুই ম্যাচ খেলেই আবার নতুন করে চোটে পড়েন। এরপর থেকেই তার আল-হিলালের সঙ্গে পথচলা থামার ইঙ্গিত পাওয়া যায়।

আল-হিলাল ছেড়ে নেইমার কোথায় যাচ্ছেন সেই গন্তব্য ঠিক হয়নি। নিজের প্রথম ক্লাব সান্তোসে যোগ দিতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সতীর্থও হওয়াও আছে আলোচনায়।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

7h ago