কেউ আমাকে কালো ডাকলে আমার কিছু যায় আসে না: বালদে

লা লিগায় গেতাফের বিপক্ষে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। বিষয়টি নিয়ে সেদিন রেফারির কাছে অভিযোগও করেছিলেন। যদিও এ নিয়ে মোটেও ভাবছেন না তিনি। তবে গেতাফের অধিনায়ক জেনে ওর্তেগাও কালো হওয়ায় কিছুটা বিস্মিত হয়েছেন এই ডিফেন্ডার।
আগামীকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু হওয়ার আগে সাংবাদিকদের সামনে আসেন বালদে। গেতাফেতে বর্ণবৈষম্যমূলক গালিগালাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি, 'এটি একটি জটিল পরিস্থিতি ছিল। আমি অনেক গালিগালাজ শুনেছি।'
'তবে মাত্র তিন বা চারজন আপনাকে গালি দিলেই গোটা স্প্যানিশ ফুটবলকে দোষারোপ করা উচিত নয়। আমি মনে করি, বিষয়টি রিপোর্ট করা আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। কেউ আমাকে কালো বলে ডাকলে আমার কিছু যায় আসে না। আমি কালো এবং এ নিয়ে আমি গর্বিত। তবে এটা আমাকে অবাক করেছে, কারণ গেতাফের অধিনায়কও একজন কালো মানুষ।'
বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন বালদে। বার্সেলোনায় এটাই তার সেরা সময় জানিয়ে বলেন, 'আমার প্রথম মৌসুমটি খুব ভালো ছিল, দ্বিতীয়টি কিছুটা জটিল ছিল এবং আমি ছয় মাস ইনজুরিতে ছিলাম। ফিরে আসা সহজ ছিল না। সবাই পেদ্রি বা লামিনের মতো নয়, যারা অসাধারণ প্রতিভা নিয়ে জন্মেছে। আমি খুবই তরুণ এবং এখনও শিখছি।'
দলের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে এই তরুণ ডিফেন্ডার বলেন, 'আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি, আমরা খুবই তরুণ। ২১ বছর বয়সে আমি যেন একজন অভিজ্ঞ খেলোয়াড়। পেদ্রির বয়স ২২। আমরা একসঙ্গে সময় কাটাই, মজা করি এবং ভালো সময় উপভোগ করি। এটাই আমাদের দলের বিশেষত্ব।'
এরমধ্যেই সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। শেষ ম্যাচ তাই তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার। তারপরও ম্যাচটি গুরুত্বের সঙ্গেই দেখছেন বালদে, 'এটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যদিও আমরা ইতিমধ্যেই পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করেছি। আতালান্তা একটি দুর্দান্ত প্রতিপক্ষ। আমরা দারুণ ফর্মে আছি এবং তিন পয়েন্ট অর্জন করতে চাই।'
লা লিগায় বর্তমানে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আছে বার্সেলোনা। তবে এখনও সব শিরোপার জন্য লড়াই চালিয়ে যাওয়ার উচ্চাশা রাখেন বালদে, 'আমাদের লক্ষ্য সবসময় সব শিরোপার জন্য লড়াই করা। কোনো একটি শিরোপার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। আমরা বার্সা এবং আমাদের সবকিছুর জন্য লড়াই করতে হবে।'
Comments