লিভারপুলের ৯ খেলোয়াড় বিশ্রামে, বার্সার 'না'

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নির্ভার দল কেবল লিভারপুল ও বার্সেলোনা। সরাসরি শেষ ষোলো আগের ম্যাচেই নিশ্চিত করেছে দল দুটি। তাই প্রথম একাদশের নিয়মিত নয় খেলোয়াড়কে ছাড়াই পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছেন রেডদের কোচ আর্নে স্লট। অন্যদিকে সেরাদের নিয়ে একাদশ ঘোষণা সাজাবেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।
বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে লিভারপুল। সাত ম্যাচের সাতটিতেই জিতে তাদের পয়েন্ট ২১। ছয় ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। পিএসভির কাছে হারলেও সর্বোচ্চ দ্বিতীয় স্থানে নামবে রেডরা। তবে সেক্ষেত্রে নিজ ম্যাচে জিততে হবে কাতালান ক্লাবটিকে।
অন্যদিকে বার্সেলোনা মাঠে নামছে নতুন চ্যাম্পিয়নস লিগে শীর্ষস্থানে ওঠার সম্ভাবনা ধরে রাখতে। যদিও এটি তাদের হাতে নেই। কারণ শীর্ষস্থান পেতে লিভারপুলকে আইন্দহোভেনে পিএসভির বিপক্ষে হারতে হবে। তবু সুযোগ এখনও রয়েছে। তবে বার্সার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় স্থান নিশ্চিত করা, কারণ আতালান্তার বিপক্ষে হারলে তারা চতুর্থ স্থানে নেমে যেতে পারে (যদি আর্সেনাল ও ইন্টার জয়ী হয়) দলটি। তাই কোনো ঝুঁকি নিতে রাজি নন ফ্লিক।
বুধবারের ম্যাচের জন্য তার স্কোয়াড ঘোষণা করেছেন বার্সা কোচ। যেখানে মূল স্কোয়াডের সবাই রয়েছেন। কিছু খেলোয়াড় -দানি ওলমো, আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন, ইনিগো মার্তিনেজ, মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও মার্ক বার্নাল বাইরে আছেন বটে। তবে ইনজুরির কারণে।
অন্যদিকে কঠিন প্রতিপক্ষ বোর্নমাউথের মাঠে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে অ্যালিসন বেকার, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডোমিনিক সোবোস্লাই, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, রায়ান গ্রাভেনবার্গ, লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহকে বিশ্রাম দিয়েছে দলটি। এই বিশ্রামের লক্ষ্য প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখা।
Comments