উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

প্লে-অফ: ম্যান সিটির সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল অথবা বায়ার্ন

ছবি: এএফপি

একযোগে অনুষ্ঠিত হলো ১৮টি ম্যাচ। ভাগ্য নির্ধারণের অপেক্ষায় থাকা ক্লাবগুলো লড়াই করল সবকিছু উজাড় করে দিয়ে। কেউ সফল হয়ে টিকে রইল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, কাউকে ধরতে হলো বাড়ির পথ। প্রতিযোগিতার লিগ পর্বের মতো নকআউট পর্ব দিচ্ছে রোমাঞ্চের হাতছানি। এই যেমন প্লে-অফে ম্যানচেস্টার সিটির সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ।

বুধবার রাতে শেষ হয়েছে ৩২ দল নিয়ে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব। চূড়ান্ত হয়েছে নকআউট পর্বে ঠাঁই নেওয়া ২৪টি ক্লাবের নাম। ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের পয়েন্ট তালিকার শীর্ষ আটটি সরাসরি নাম লিখিয়েছে শেষ ষোলোতে। বাকি আটটি জায়গা পূরণ হবে পরের ১৬টি ক্লাবের (নবম থেকে ২৪তম) মধ্যে দুই লেগের প্লে-অফের মাধ্যমে। বিদায় নিয়েছে পয়েন্ট তালিকার শেষ ১২টি ক্লাব।

বিদায়ের শঙ্কায় ছিল ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন ম্যান সিটি। গত নভেম্বর থেকে সময়টা ভালো যাচ্ছে না তাদের। শেষ রাউন্ডে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে তারা ৩-১ গোলে জিতেছে ক্লাব ব্রুগের বিপক্ষে। এতে পয়েন্ট তালিকার ২২তম স্থানে থেকে প্লে-অফে খেলা নিশ্চিত করেছে তারা। আট ম্যাচে তিনটি জয় ও দুটি হারে তাদের অর্জন ১১ পয়েন্ট।

রিয়াল ও বায়ার্ন প্লে-অফের টিকিট পেয়েছিল আগেই। শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল ব্রেস্তের মাঠে জিতেছে ৩-০ গোলে। আর ছয়বারের শিরোপাজয়ী বায়ার্ন নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৩-১ গোলে হারিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। তবে পূর্ণ পয়েন্ট পেলেও সরাসরি শেষ ষোলোতে জায়গা পাওয়া হয়নি দুই পরাশক্তির। কারণ, অন্য ম্যাচগুলোর ফল তাদের পক্ষে আসেনি।

পয়েন্ট তালিকার একাদশ স্থানে থেকে রিয়াল শেষ করেছে লিগ পর্ব। আট ম্যাচে পাঁচটি জয়ে তারা পেয়েছে ১৫ পয়েন্ট। সমান পয়েন্ট পাওয়া বায়ার্ন রিয়ালের থিক পেছনেই অবস্থান করছে।

প্লে-অফের টিকিট পাওয়া ১৬টি ক্লাবের জন্য পয়েন্ট তালিকার ভিত্তিতে আগে থেকেই চারটি গুচ্ছ নির্ধারিত। সেটা অনুসারে, ম্যান সিটি (২২তম) বা সেলটিক (২১তম) মুখোমুখি হবে রিয়াল (১১তম) বা বায়ার্নের (১২তম)। অর্থাৎ হাইভোল্টেজ একটি ম্যাচ নিশ্চিতভাবেই দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা।

একইভাবে প্লে-অফে আতালান্তা (নবম) বা বরুশিয়া ডর্টমুন্ড (দশম) মোকাবিলা করবে স্পোর্তিং লিসবন (২৩তম) বা ব্রুগেকে (২৪তম), এসি মিলান (১৩তম) বা পিএসভি আইন্দহোফেনের (১৪তম) প্রতিপক্ষ ফেইনুর্ড রটার্ডাম (১৯তম) বা জুভেন্তাস (২০তম) এবং পিএসজি (১৫তম) বা বেনফিকা (১৬তম) মুখোমুখি হবে মোনাকো (১৭তম) বা ব্রেস্তের (১৮তম)।

কারা নকআউট পর্বে জায়গা করে নিল, কারা বাদ পড়ল:

সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, লিল ও অ্যাস্টন ভিলা

শেষ ষোলোতে খেলার জন্য প্লে-অফ নিশ্চিত করেছে: আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোফেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড রটার্ডাম, জুভেন্তাস, সেলটিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন ও ক্লাব ব্রুগে

বিদায় নিয়েছে: দিনামো জাগরেব, ভিএফবি স্টুটগার্ট, শাখতার দোনেৎস্ক, বোলোনিয়া, রেড স্টার বেলগ্রেড, স্টার্ম গ্রাজ, স্পার্তা প্রাগ, আরবি লাইপজিগ, জিরোনা, সালজবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ।

Comments

The Daily Star  | English

Is the govt backing the wrongdoers?

BNP acting Chairman Tarique Rahman yesterday questioned whether the government is being lenient on the killers of a scrap trader in front of Mitford hospital due to what he said its silent support for such incidents of mob violence.

7h ago